খুব সহজে রাংক করান ওয়েবসাইট! ৫ টি সেরা হাই কুয়ালিটি ব্যাকলিংক ফ্রিতে।


আসসালামু আলাইকুম

আশা করি সকলে ভালোই আছেন।
আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ইউনিক টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।

আজকে আমি আলোচনা করব অফ পেজ এসিও বা ব্যাকলিংক নিয়ে, যেটাকে SEO এর ভাষায় অফ পেজ এসিও বলা হয়।

অন পেজ এসিও জরুরি হলেও, অফপেজ এসিও ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ রেংকিং এ ভূমিকা রাখে।

চলুন জেনে নিই অফ পেজ এসিও কিভাবে কাজ করে:

 

আপনার ওয়েবসাইটের ডোমেইন এর ট্রাস্ট এবং অথরিটি বৃদ্ধি করে, আপনার ওয়েবসাইট কে রেংকিংয়ে এগিয়ে নিয়ে যায়।

ওয়েবসাইট বেস্ট কিছু রাঙ্কিং ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে গুগলে রেংক করে। তার মধ্য অফ পেজ এসিও এবং একটিভ ডোমেইন অথরিটি উল্লেখ্য। আপনার ওয়েবসাইট এর অথরিটি ফ্রিতে সেমরাস অথবা Moz.com থেকে চেক করতে পারেন।

 

 

এটা হতে পারে বিভিন্ন ওয়েব সাইটে, অ্যাকাউন্ট তৈরি করে আপনার নিজস্ব ওয়েবসাইটের লিংক প্রোফাইলে দিয়ে, বা গেস্ট পোস্ট এর সাহায্যে।

আজকে আমি আপনাদের মাঝে ৫ টি, হাই কোয়ালিটি অফ পেজ এসিও, বা ব্যাকলিংক ওয়েবসাইটের লিংক দিয়ে দেব।

অনেকেই এগুলো ফাইভারে বিক্রি করে,

Medium.com

Stackoverflow.com

Sites.google.com


Trustpilot.com


Github.com

এগুলা অনেক ব্যাসিক ব্যাকলিংক তবে পাওয়ার ফুল অনেক।

এবং খুব সহজে আপনারা আপনার নিউ ওয়েবসাইট বা ডেড ওয়েব সাইট র‍্যাংক করাতে পারবেন।

 

পরবর্তী টিউটোরিয়াল এ আমরা ব্যাক লিংক, SEO নিয়ে আরো বিস্তারিত জানবো।
সবাই ভালো থাকবেন ,

 

আল্লাহ হাফেজ





Source link

  • Related Posts

    [Technical SEO] ব্লগ পোস্টে schema markup তৈরি করবেন।

    অন পেজ এসইও এর আরো একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে schema markup তৈরি। ব্লগ পোস্টে schema markup যুক্ত করার ফলে পোস্ট গুগলে রেংক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আমি আমার নতুন সাইটে…

    [Speed Optimize] ওয়ার্ডপ্রেসের অব্যবহৃত সকল ফাংশন গুলো মুছে ওয়েবসাইটের গতি বৃদ্ধি করুন। 

    একটি ওয়েবসাইটের গতি কমে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ওয়েবসাইটে কোন ইমেজ, ভিডিও এবং অডিও কনটেন্ট যুক্ত করা। হাই রেজুলেশনের কন্ট েন্ট ব্যবহারের ফলে ওয়েবসাইটের গতি কমে যায়। আগের পোস্টে ইমেইজ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *