নগদ নম্বর দিয়ে নগদ একাউন্ট এর হাফ ইনফর্মেশন বের করুন ওয়েবটুল দিয়ে ।


আসসালামু অলাইকুম!

 

আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে আমার বানানো একটি সিম্পল ওয়েবটুল শেয়ার করতে যাচ্ছি যেটার মাধম্যে আপনারা জাস্ট নগদ নম্বর দিয়েই ঐ একাউন্ট owner এর নাম দেখতে পারবেন । এবং আরো কিছু ইনফো আসবে ।

 

 

তো চলুন শুরু করি।

 

প্রথমে আপনাদের চলে যেতে হবে ওয়েব সাইট টি তে ।

ওয়েবসাইট লিংক

 

http://nginfo.wuaze.com/nagadinfo/

 

কি কি থাকছে এই নগদ হাফ ইনফো চেকিং ওয়েব টুল এ?

 

🖥 FEATURES :

➡️ নাম্বার দিয়ে নগদ একাউন্টের নাম দেখতে পারবেন

➡️ নগদ এর ইউজার আইডি দেখতে পারবেন

➡️ একাউন্ট টাইপ দেখতে পারবেন

➡️ একাউন্ট সচল রয়েছে কিনা চেক করতে পারবেন

 

📣 নোট : নগদ একাউন্ট এ নাম সেট করা না থাকলে নাম শো করবে না কখনো ।

 

 

তো চলুন দেখে নেই কিভাবে ইউজ করবেন।

 

প্রথমে ওয়েবসাইট বা টুল টি তে প্রবেশ করবেন।

 

 

 

 

বক্স এ আপনার কাঙ্খিত নম্বর টি দিবেন ।

তার পর সাবমিট ।

 

 

দেখুন ইনফো শো করছে ।

 

তবে যাদের নগদ একাউন্ট এ নাম সেট করা নেই তাদের নাম শো করবেনা। যেমন :

 

 

 

দেখুন এখানে কোনো নাম শো করেনি ।

নম্বর অবশ্যই কান্ট্রি কোড ছাড়া দিবেন। 

 

এখন অনেকেই বলবেন তাহলে ভাই ট্রুকলার কেন আছে ?

ভাই ট্রুকলারের নাম একরকম জিনিস আর নগদের নাম আরেক জিনিস ।  নগদে যাদের নাম পাবেন তাদেরটা একদম রিয়েল নেম কারণ তারা ওই এনআইডি দিয়েই কিন্তু একাউন্টটা খুলেছে । কিন্তু ট্রুকলার এ কিন্তু সেই নামটা শো করবে না । মানে ট্রুকলার মূলত মানুষ আপনার নাম্বারটা যে নামে সেভ করবে সেটাই কিন্তু ট্রুকলার শো করে ।

 

 

আজকের পোস্ট এই পর্যন্তই।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরো কিছু ওয়েবটুল শেয়ার করা হয়েছে এবং নিয়মিত শেয়ার করা হয় যেগুলো ট্রিকবিডিতে শেয়ার করা যাচ্ছে না । এরকম ওয়েব টুলস এবং যে কোন রকম প্রিমিয়াম জিনিস ফ্রিতে পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।

Join AndTricksBD





Source link

  • Related Posts

    ১০/১৩/১৭ ডিজিট এনআইডি নম্বর থেকে ১০ অথবা ১৭ ডিজিট এনআইডি নম্বরে কনভার্ট করুন টেলিগ্রাম বট এর মাধ্যমে !

    আসসালামু আলাইকুম ! NID digits Converter BOT আবারো নতুন একটি টেলিগ্রাম বট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজকের এই বটের মাধ্যমে আপনারা আপনাদের ১০/১৩/১৭ ডিজিট এনআইডি নম্বর থেকে ১০…

    এখন খুব সহজে ক্যানভা দিয়ে নিজের ল্যান্ডিং পেজ বানিয়ে নিন।

    আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। তো পোস্টের টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে পোস্টটি কি নিয়ে। আমরা বিজনেসের জন্য বা CPA মার্কেটিং এর জন্য অনেক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *