নিয়ে নিন ৩ মাসের জন্য Avira Phantom Vpn একদম ফ্রি।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

 

আজ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে Avira Phantom Vpn অথবা Avira Security Antivirus & Vpn ৩ মাসের জন্য ট্রায়াল নিবেন একদমই ফ্রি।

 

[বিঃদ্রঃ এটা তাদের ট্রায়াল অফার চলতেছে, তাই এটি যেকোনো সময় বন্ধ হয়ে  যেতে পারে। সুতরাং যতদ্রুত সম্ভব অফারটি লুফে নিন]

 

তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

প্রথমে এই লিংকে ক্লিক করবো। ক্লিক করলে নিচের মতো অপশন আসবে। এখানে আপনার মেইল দিয়ে Email Me Avira Prime এ ক্লিক করবেন। এরপর আপনাদের মেইলে একটি Confirmation এস এম এস চলে যাবে।

এখন আপনার মেইল চেক করে দেখুন নিচের মত একটা মেইল চলে আসবে। এরপর Accept & Install এ ক্লিক করবেন।

Accept & Install এ ক্লিক করলে নিচের মত অপশন আসবে এখানে আপনার Password দিয়ে continue তে ক্লিক করবেন।

এবার এখানে আপনার নাম এবং কান্ট্রি সিলেক্ট করে Register এ ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ। এবার Avira Phantom Vpn অথবা Avira Security Antivirus & Vpn অ্যাপ ইন্সটল করে আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে লগিন করে দেখুন ৩ মাসের ট্রায়াল চালু হয়ে গেছে।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস, ট্রায়াল বিন, বিভিন্ন মেথড এবং নতুন নতুন ট্রিকস ফ্রিতে পাইতে নিচের গ্রুপে জয়েন হতে পারেন মন চাইলে।

Join Our Telegram Channel

Join Our Discussion Group





Source link

  • Related Posts

    কিভাবে মোবাইল দিয়ে পেন ড্রাইভ বার্ন/ফ্লাশ/বুট করতে যায়। How to boot Pen Drive / USB drive using Android Mobile?

    আসসালামুয়ালাইকুম, আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পেন ড্রাইভ বার্ন/ফ্লাশ/বুট করতে হয়। অনেকের অনেক সময় উইন্ডোজ চলে যায় বা Blue screen Error আসে বা অন্য কোনো কারন, যার ফলে আবার উইন্ডোজ…

    Super HOT🔥 . play store any app unlimited free trail. BIN method. 100% proved. may be deleted after specified time.

    আসসালামু আলাইকুম      তো,,,,😎  কাজের থেকে বেশি কিছু আজে বাজে কথা বলা পছন্দ করিনা। শুরু করা যাক আজকের দুর্দান্ত এই পোস্টটি। আর‌ হা যদি আপনাদের এই পোস্টটি দেখে খারাপ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *