বর্তমান সময়ের পাঁচটি বেস্ট Airdrop যা থেকে আপনাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে ৯৯.৯৯%


আসসালামুয়ালাইকুম Trickbd এর সবাইকে ।

আশা করি আপনারা সবাই ভাল আছেন। তো আজকের পোস্টটা Airdrop নিয়ে।

পোষ্টটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা Airdrop সম্পর্কে কিছুই জানেন না তারা নিচের দুটি পোস্ট দেখতে পারেন।

cryptocurrency AirDrop এ কাজ কী কিভাবে কাজ করবেন

Airdrop বিষয়ে সবকিছু Airdrop কি Free Airdrop কি ও Scam Airdrop কি

কারণ অলরেডি এই পোস্টগুলো ট্রিকবিডির মধ্যে করা আছে,  তাই  আমি আর লিখলাম না।

তবে একটা কথা মনে রাখবেন আগে এয়ার ড্রপ এ জয়েন করা অনেক কঠিন ছিল। কিন্তু এখন খুব সহজেই আপনার টেলিগ্রাম থেকেই এয়ার ড্রপের মধ্যে জয়েন করতে পারবেন।

এসব কিছুকে আরও সহজ করতে টেলিগ্রামের মধ্যে ওয়ালেট সিস্টেমও করে দেওয়া হয়েছে।

তাই একবার হলেও আপনি টেলিগ্রামে ঢুকে আপনার ওয়ালেট সেটআপ করতে ভুলবেন না।

ওকে ধরে নিলাম আপনি পোস্টগুলো পড়ে ফেলেছেন। এবার নিচে আমি আপনাদের সাথে এমন পাঁচটি এয়ার ড্রপ শেয়ার করতেছে যেগুলো থেকে পেমেন্ট পাওয়ার চান্স অনেক বেশি।

১। Hamster Kombat

Hamster Kombat লিস্টের প্রথমে রেখেছি। এর কারণ এটা বাইনান্সের মধ্যে লিস্ট হবে। পাশাপাশি আরো অনেক এক্সচেঞ্জ সাইটের মধ্যেও আপনারা এই টোকেনটি এক্সচেঞ্জ করতে পারবেন।

এটি বর্তমানের খুবই জনপ্রিয় একটি এয়ার ড্রপ। নিচে এটির জয়েন লিঙ্ক আমি দিয়ে দিলাম আপনারা জয়েন করে নিবেন।

https://t.me/hamster_kombat_bot

Hamster Kombat এর বটটি ওপেন করার সাথে সাথে আপনি Tap Tap করে পয়েন্ট জেনারেট করতে পারবেন।

তবে আমি আপনাকে সাজেশন দিব Mining এ গিয়ে স্ক্রিনশটে দেখানো জিনিসগুলোকে আপডেট করার চেষ্টা করবেন।

এতে আপনি অনেক জলদি পয়েন্ট গ্যাদার করতে পারবেন।

২। Tapswap By Solona

Tapswap হচ্ছে Solonar একটি প্রজেক্ট। তাই এই Airdrop থেকে আপনি ভাল একটা ইনকাম করতে পারবেন। এবং সবচেয়ে খুশির খবর এটা যে, আর কয়েকদিন পরেই এই টোকেনটি মার্কেটে লিস্ট হতে যাচ্ছে।

অনলাইনের অনেক নিউজ থেকে জানা যাচ্ছে যে, ৩০ মে ২০২৪ এটি লিস্টেড হবে।

নিচে এই অফারে জয়েন হওয়ার লিংক দিয়ে দিলাম।

https://t.me/tapswap_bot

৩। Blum Airdrop

আমাদের লিস্টের তৃতীয় নাম্বারে আমি রেখেছি Blum এয়ার ড্রপটিকে। এর পেছনের মূল কারণ নিউজ থেকে জানা গেছে যে, প্রোজেক্টটিকে Binance সাপোর্ট করতেছে।

আর এটা যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন তাদের  জন্য একটি ভালো এয়ার ড্রপ।

কারণ এটা রেফার করে পয়েন্ট ইনকাম একদম লিমিটেড মানে আপনি শুধুমাত্র দশ জনকে রেফার করতে পারবেন। যার ফলে এই প্রজেক্টে সবার জন্যই রয়েছে পটেনশিয়াল।

তো যারা যারা এই Airdrop এর মধ্যে জয়েন করতে চান তারা এখানে ক্লিক করে জয়েন করতে পারেনঃ https://t.me/BlumCryptoBot

এবারে আমি লিস্টের একবারে চতুর্থ আর পঞ্চম Airdrop টিকে রিভিউ করে  দিচ্ছি নিচে. 

আমাদের এই লিস্টের তৃতীয় এবং চতুর্থ নাম্বারে রয়েছে : Catizen এবং Yescoin ।

Yescoin join link: https://t.me/theYescoin_bot

Catizen join link: https://t.me/catizenbot 

দুটোই অনেক ভালো একটি প্রজেক্ট। যারা অলরেডি অনেক বড় বড় কোলাবারেশন করে ফেলেছে।

নিচে বাইন্যান্স নিউজ এর একটি স্ক্রিনশট দেওয়া হলঃ

এ পোষ্টের মধ্যে আমি যতগুলো Airdrop আপনাদের সাথে শেয়ার করেছি, সবগুলো অনেক ভালো ভালো প্রজেক্ট।

এমন আরো অনেক Airdrop  ছিল যেগুলো খুব জলদি মার্কেটে লিস্ট হতে যাচ্ছে,  পোস্ট বড় হয়ে যাচ্ছে বিধায় আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না।

পরে হয়তো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব।

আমার ব্যক্তিগত সাজেশন থাকবে আপনারা Tapswap একটু বেশি সময় দিন যদি আপনারা এখানে কাজ করতে চান.।

কারণ এটি খুব জলদি মার্কেটে লিস্ট হতে যাচ্ছে।

তো অনলাইনে আপনারা এই বট গুলোতে কিভাবে কাজ করতে হয়, সার্চ করলে পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।

 

আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতেও ভুলবেন নাঃ https://t.me/freepremiumtips24





Source link

  • Related Posts

    ফ্রি তে ৩ ডলার নিয়ে নিন । QUOTEX এ যারা লস করেছেন তাদের জন্য

    আসসালামুওয়ালাইকুম সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম ।   আমরা অনেকে বাইনারি ট্রেডিং করি QUOTEX এ এবং প্রতিনিয়ত লস করে যাচ্ছি । যারা…

    আসুন জেনে নেই ক্রিপ্টো ট্রেডিংয়ের Liquidity/Liquidity Pool/Liquidity Locked এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস এর ব্যাপারে।

    আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকের এই পোষ্টের টপিক হচ্ছেঃ  Liquidity Liquidity Pool Liquidity Locked আমরা সবাই জানি যে ক্রিপ্টো ট্রেডিং করতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *