যেসব জিমেইল একাউন্ট বন্ধ হবে এর মধ্যে আপনারটি নেই তো | Techtunes


বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে গুগল তাদের পরিসেবা গুগল ফটোজে বিনামূল্যে আনলিমিটেড ফটো রাখার সুবিধাটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তারা বলছে ২০২১ সালে কিছু জিমেইল একাউন্টও বন্ধ হয়ে যাবে। আজকে আমি আপনাদের বলবো ২০২১ সালে আসলে কোন কোন জিমেইল একাউন্টগুলো বন্ধ হয়ে যাবে এবং কিভাবে আপনার জিমেইল একাউন্ট বন্ধ হওয়ার হাত থেকে বাঁচাবেন।

গুগল বলেছে ২০২১ সালের জুন মাস থেকে নাকি তারা কিছু জিমেইল একাউন্ট ডিলিট করে দেবে বা বন্ধ করে দেবে। বন্ধ করে দেওয়া জিমেইল একাউন্টের মধ্যে আপনার জিমেইল একাউন্ট আছে কিনা এবং থাকলে কিভাবে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এ টিউনে। আশাকরি সম্পূর্ণ টিউনটি মনোযোগ দিয়ে পড়তে থাকবেন।

প্রথমেই বলে নেই কোন একাউন্টগুলো বন্ধ হবে?

আপনাদের যাদের জিমেইল একাউন্ট দুইবছর ধরে ইনঅ্যাকটিভ রয়েছে অর্থাৎ দুইবছর ধরে গুগলের কোন সেবা ব্যবহার করছেন না সেসব একাউন্টগুলো পর্যায়ক্রমে বন্ধ হবে। গুগলের সেবার মধ্যে রয়েছে গুগল ড্রাইভ, ইমেইল এবং ইউটিউব ইত্যাদি। মোটকথা যাদের গত দুইবছর ধরে জিমেইল একাউন্ট ডিঅ্যাকটিভ রয়েছে এবং সেটি লগআউট অবস্থায় রয়েছে সেসব একাউন্ট আসলে ২০২১ সালের জুন মাসের পরে থেকে ডিলিট হওয়া শুরু করবে। এক্ষেত্রে ব্যবহকারীকে প্রথমে মেইল করে জানিয়ে দেওয়া হবে যে আপনার একাউন্টটি ডিলিট করা হবে। তারপরও যদি কোনো প্রতিক্রিয়া না আসে তবে এক্ষেত্রে জুন মাসের পরে পর্যায়ক্রমে সে একাউন্টগুলো বন্ধ করা করা শুরু করবে গুগল।

অনেকেই দেখা যায় একটি জিমেইল একাউন্ট খুলে কিছুদিন ব্যবহারের পর তার মোবাইল রিসেট দেওয়ার পর সে জিমেইল একাউন্ট এর নাম ভুলে যায় এবং নতুন একটি একাউন্ট তৈরি করেন। এক্ষেত্রে কিন্তু তার আগের জিমেইল একাউন্টটি লগআউট অবস্থায় থাকে। আপনার এরকম কোনো জিমেইল একাউন্ট যদি দুইবছর ধরে লগআউট অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই একাউন্টটি বন্ধ হবে। এছাড়া আপনি যদি পুরাতন জিমেইল একাউন্টের নাম জেনে থাকেন, তবুও যদি আপনি সে অ্যাকাউন্টটি ব্যবহার না করেন, তবে সে ক্ষেত্রে সেই অ্যাকাউন্টটি গুগল আগামী জুন মাসের পর বন্ধ করে দেবে।

আপনার একাউন্টটি বন্ধের হাত থেকে কিভাবে বাঁচাবেন?

Gmail account save

আপনার জিমেইল অ্যাকাউন্ট টি বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটি ট্রিক্স বলবো। সেটি হল আপনি আপনার পুরাতন সেই জিমেইল অ্যাকাউন্ট লগইন করে কিছুদিন পর পর অথবা কয়েক মাস পর পর যদি কোন গুগলের পরিষেবা ব্যবহার করেন, যেমনঃ ইমেইল, গুগল ড্রাইভ ইত্যাদি। আপনি কিছুদিন পর পর গুগল ড্রাইভে কিছু রেখে দিলেন অথবা কাউকে মেইল করলেন। মোটকথা আপনাকে সেই জিমেইল একাউন্ট দিয়ে যেকোনো অ্যাক্টিভিটি থাকতে হবে গত দুই বছরের মধ্যে।

তাই আপনি আপনার জি-মেইল একাউন্ট টি বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনার সেই জিমেইল একাউন্ট দিয়ে যেকোনো একটি অ্যাক্টিভিটি রাখবেন দুই বছরের মধ্যে। আপনার যদি পুরাতন কোন জিমেইল একাউন্ট থাকে তবে অবশ্যই এখনই লগইন করে যেকোনো একটি কাজ করুন সেই একাউন্ট দিয়ে। নয়তোবা সেই জিমেইল একাউন্টটি আগামী বছর বন্ধ হয়ে যেতে পারে।

বন্ধুরা এই ছিল আজকের টিউন। আশাকরি টিউনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। টিউনটি আপনাদের কাছে ভালো লাগলে জোসস করবেন। সম্পূর্ণ টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।



Source link

  • Related Posts

    গুগল ক্লাসরুম কী? কেন গুগল ক্লাসরুম ব্যবহার করবেন? | Techtunes

    আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। গুগল ক্লাসরুম নিয়ে নতুন আরো একটি টিউনে আপনাদের সবাইকে…

    কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের ডিফল্ট Google Account পরিবর্তন করবেন? | Techtunes

    আপনারা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন, স্বাভাবিকভাবে তাদের সকলেরই একটি গুগল একাউন্ট রয়েছে। একটি এন্ড্রয়েড মোবাইলে একটি গুগল একাউন্টের মাধ্যমে যেমন Google এর সকল সার্ভিস ব্যবহার করা যায়। ঠিক তেমনিভাবে,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *