FTP Server দিয়ে খুব সহজে এবং দ্রুত ফাইল Transfer করুন [Update]


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আজকে দেখাবো কিভাবে FTP Server দিয়ে খুব সহজে এবং দ্রুত ফাইল Transfer করা যায়। আশা রাখি আপনাদের কাজে দিবে।

[এই কাজটি করার জন্য অবশ্যই Wi-Fi Connection থাকতে হবে। যদি Wi-Fi Connection না থাকে তাহলে Mobile Data Connection করে Hotspot অন করে কাজটি করতে পারবেন।]

  • প্রথমে Playstore ছোট এই এ্যাপটি ডাউনলোড করে নিন এবং এ্যাপটি ওপেন করে থ্রি লাইন অপশনে ক্লিক করুন।

  • এখন ক্লিক করুন FTP Server লিখাতে

  • তারপর উপরে Status অন করে দিন। চাইল User Name or Password সেভ করে নিতে পারেন। যদি User Name or Password দিতে চান তাহলে সেটা Status অন করার আগেই করে নিবেন তারপর Status অন করে দিবেন।
  • এখন নিচে থেকে URL টি কপি করুন।

  • আপনার পিসিতে প্রবেশ করে উপরে দেখানে Address bar ক্লিক করে URL টি পেস্ট করে Enter Press করুন।

 

  • নিচে দেখুন আপনার ফোনের যাবতীয় সব কিছু চলে এসেছে।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group





Source link

  • Related Posts

    Telegram এ কিভাবে শিডিউল মেসেজ পাঠাবেন।

    আসসালামু আলাইকুম ।প্রিয় Trickbd বাসী , সবাই কেমন আছেন ?আজ আমি আপনাদের জন্য আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম । পোস্টটি কি নিয়ে হবে তা তো আপনারা টাইটেল দেখেই বুঝে…

    ফ্রিতে টেম্পরারি usa,uk,canada নাম্বার 🇺🇸🇺🇲 ভ্যারিফিকেশন করূন OTP সহ ( সাথে লাইভ wallmart account ডেমোসহ)

    ট্রিকবিডিতে সবাইকে স্বাগতমআমাদের কখনো কখনো বিভিন্ন ওয়েবসাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস, সাবস্ক্রিপশন বেইজড প্ল্যাটফর্ম, ভিপিএন ইত্যাদি ব্যবহার করতে হয়।এসব সার্ভিস ব্যবহারের জন্য রেজিস্ট্রেশন এর‌ যেই প্রসেস থাকে সেখানে আমাদের ইনফরমেশন সাবমিট করতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *