ChatGPT তে পারসোনালাইজড এক্সপেরিয়েন্স পাবার ৩ টি প্ল্যাটফর্ম | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

বিভিন্ন কাজে আপনি ChatGPT ব্যবহার করতে পারেন, তবে এই টিউন আপনার কাজকে আরও সহজ করে দিতে পারে। ChatGPT তে আমরা সব সময় একই রকমের ইন্টারফেস পাই, কেমন হবে যদি ChatGPT তে পারসোনালাইজড এক্সপেরিয়েন্স পাওয়া যায়? আজকের এই টিউনে আমি ৪ টি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব যেখানে আপনি ChatGPT এর পারসোনালাইজড এক্সপেরিয়েন্স পাবেন।

প্ল্যাটফর্ম গুলোতে পাবেন ক্যাটাগরাইজিং চ্যাট, মডেল চেঞ্জ করার সুযোগ এমনকি ইমেজ জেনারেট সুবিধা।

১. Forefront

Forefront এর মাধ্যমে আপনি নিজের ইউনিক পারসোনা তৈরি করতে পারবেন, বাছাই করতে পারবেন সেলেব্রিটি এবং ঐতিহাসিক ক্যারেক্টার। এই ফ্রি প্ল্যাটফর্ম আপনাকে GPT-4 মডেল সিলেক্ট করারও সুযোগ দেবে। চাইলে আপনি টপিকের উপর ভিত্তি করে চ্যাট গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতেও ভাগ করতে পারবেন।

সাইন-আপ করার পর আপনাকে একটি পারসোনা সিলেক্ট করতে হবে এবং এর পর চ্যাটিং শুরু করতে পারবেন। এখানে GPT-3.5 এবং GPT-4, দুটি মডেলই রয়েছে, কবিতা, গান, কোড, বই লিখতে পারবেন এখানে সহজে।

পারসোনার পরিবর্তন না করেই আপনি GPT-3.5 থেকে GPT-4 মডেলে যেতে পারবেন।

Forefront

অফিসিয়াল ওয়েবসাইট @ Forefront 

২. Poe

Quora এর Poe এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ডেভেলপমেন্ট স্টেজে থাকা বিভিন্ন চ্যাটবট এক্সপেরিমেন্ট করতে পারবেন এমনি নিজের চ্যাটবটও তৈরি করতে পারবেন। এখানে রয়েছে বর্তমান সময়ের সেরা চ্যাটবট যেমন, GPT-4, ChatGPT, Claude, Sage, NeevaAI, এবং Dragonfly এর মত এক্সেস। কিছু চ্যাটবট পাবেন বেশ ইন্টারেক্টিভ যেমন, Dragonfly, এটি লিংক এবং ফলোআপ দিতে পারে।

আপনি যদি নিজের চ্যাটবট তৈরি করতে চান তাহলে প্রথমে “Create a bot” বাটমে ক্লিক করুন এবং প্রয়োজনীয় ইনফরমেশন দিন। এখানে ইমেজ, নাম, ডেসক্রিপশন, Prompt এবং ইন্ট্রো মেসেজ দিতে হবে। প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আপনি চ্যাটবটের সাথে ইন্টারেক্ট করতে পারবেন। সব মিলিয়ে এক কথায় প্ল্যাটফর্মটি দুর্দান্ত।

Poe

অফিসিয়াল ওয়েবসাইট @  Poe

৩. Ora.sh

Ora.sh অন্য গুলো থেকে একটু ব্যতিক্রম। এখানে আপনি পারসোনালাইজড চ্যাট এক্সপেরিয়েন্সের সাথে হাই কোয়ালিটি ইমেজও তৈরি করতে পারবেন। এখানে আপনি ৩৫০ হাজারের বেশি বটের এক্সেস পাবেন যা Ora ইউজাররা তৈরি করেছে।

একাউন্টে সাইন-আপ করার পর চাইলে আপনি নিজের কাস্টমাইজড চ্যাটবট তৈরি করতে পারেন অথবা, Explore ট্যাব থেকে ফিচারড চ্যাটবট সিলেক্ট করতে পারেন।

অন্য চ্যাটবটের মতই, Ora কেও ডিজাইন করা হয়েছে ইউজারকে সমন্বিত এবং তথ্যপূর্ণ উত্তর প্রদান করার জন্য। বিগেইনার বা এডভান্সড প্রোগ্রামার যেমনই হোন না করেন এর মাধ্যমে দারুণ সব স্কিল আপনি শিখতে পারবেন। আপনি ইমেজ বাটমে ক্লিক, Prompt দিয়ে চাইলে ইমেজও জেনারেট করতে পারবেন। Ora প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটেও চ্যাটবট এমবেড করতে পারবেন।

Ora.sh

অফিসিয়াল ওয়েবসাইট @ Ora.sh

৪. HuggingChat

আরেকটি দারুণ প্ল্যাটফর্ম হচ্ছে HuggingChat। এর ইউজার ইন্টারফেস, একুরেসি, পারফরম্যান্স আপনাকে অবাক করে দিতে পারে। এটি বর্তমানে OpenAssistant নামে একটি ওপেনসোর্স প্রজেক্টের উপর ভিত্তি করে বানানো যা LLaMa 30B SFT 6 মডেল ব্যবহার করছে। এটি ফ্রি এবং এখনো ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। আপনি এই প্ল্যাটফর্মটিও এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন।

HuggingChat

অফিসিয়াল ওয়েবসাইট @ HuggingChat

শেষ কথা

টিউনে উল্লেখিত ৪ টি প্ল্যাটফর্মে আপনি পাবেন পারসোনালাইজড ChatGPT অভিজ্ঞতা। বলা যায় এটা চ্যাটবটের ভবিষ্যৎ, যেখানে একই প্ল্যাটফর্মে ChatGPT এবং GPT-4 মডেলের এক্সেস থাকবে এবং ইউজাররা হিউম্যান লাইক রেসপন্স পাবে। এই প্ল্যাটফর্ম গুলো কেবল জেনেরিক রেসপন্সই দেয় না, ইউজারের ডেটা ব্যবহার করে তাদের জন্য পারসোনালাইজড উত্তর প্রদান করে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    MeinPlatz – সহজেই খুঁজে বের করুন কোন ফাইল ফোল্ডার আপনার স্টোরেজ দখল করছে | Techtunes

    টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আমরা যারা উইন্ডোজ পিসি ব্যবহার করি তারায় প্রায়ই একটা কমন সমস্যায় পড়ে…

    Google Photos এ থাকা সকল ফটো যেভাবে Export করা যায় | Techtunes

    টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আমরা অনেকে আছি যারা Google Photos এ আমাদের ছবি ব্যাকআপ রাখি। তো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *