Chat Lit Codes – ChatGPT দিয়ে ইন্টারনেট ডেটা এক্সেস করে রিসেন্ট তথ্য জানুন | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

OpenAI এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক চ্যাটবট ChatGPT সম্পর্কে আমরা সবাই জানি। অনেক দরকারী এবং জটিল জটিল কাজ করিয়ে নেয়া যায় দারুণ এই টুলটি দিয়ে। তবে এটাও হয়তো জানি এখানে আপডেট কোন তথ্য থাকে না এটি ২০২১ সালের তথ্য উপর ভিত্তি করে পরিচালিত হয়। তবে এটা জানেন কিনা জানি না যে, এই AI এর ইন্টারনেট এক্সেস নেই, ইন্টারনেটে কানেক্ট হওয়া বা এক্সটারনাল সোর্স থেকে ডেটা আনারও কোন ব্যবস্থা নেই। টুলটিতে থাকা মিলিয়ন মিলিয়ন প্যারামিটারের উপর ভিত্তি করে এটা আপনার Prompt এর রেসপন্স দেয়।

Chat Lit Codes কী?

chat.lit.codes একটি ফ্রি ওয়েবসাইট যা দিয়ে ChatGPT তে আপনি পাবেন পারসোনালাইজড এক অভিজ্ঞতা। ChatGPT কে আপনি একটু ভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন Chat.lit.codes ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে। এটি ব্যবহারের মাধ্যমে আপনি এই চ্যাটবটকে ইন্টারনেট এক্সেস দিতে পারবেন। এখানে পাবেন রিসেন্ট ইভেন্ট, নিউজ, রিসার্চ, এবং স্টক মার্কেট সম্পর্কে আপডেট সহ আরও অনেক কিছু।

chat.lit.codes

অফিসিয়াল ওয়েবসাইট @ chat.lit.codes

chat.lit.codes কীভাবে ব্যবহার করবেন

প্রথমে chat.lit.codes ওয়েবসাইটে চলে যান

‘Options’ এ ক্লিক করে আপনার Open AI API key দিন এবং সেভ করে দিন।

‘Back to chat’ এ ক্লিক করে আপনার প্রশ্ন লিখুন। ড্রপডাউন থেকে আপনি GPT 3.5 অথবা GPT 4 ব্যবহার করতে পারেন।

এখানে রিসেন্ট কোন তথ্য জানতে চাইলে খেয়াল করবেন এটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে ইনফরমেশন জেনারেট করছে। কখনো এটি কোন প্রশ্নের রেসপন্সে সরাসরি উত্তর দিতে পারে এবং আরও বিস্তারিত জানতে নির্দিষ্ট ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারে।

শেষ কথা

Chat.lit.codes একটি ফ্রি ওয়েবসাইট যা ChatGPT কে ইন্টারনেট এক্সেস দিতে পারে। এটি ব্যবহার করতে আপনার Open AI এর API কী থাকতে হবে। এটি মূলত ChatGPT এর API ব্যবহার করে কাজ করে এবং অতিরিক্ত সুবিধা হিসেবে রিসেন্ট তথ্য প্রোভাইট করে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    MeinPlatz – সহজেই খুঁজে বের করুন কোন ফাইল ফোল্ডার আপনার স্টোরেজ দখল করছে | Techtunes

    টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আমরা যারা উইন্ডোজ পিসি ব্যবহার করি তারায় প্রায়ই একটা কমন সমস্যায় পড়ে…

    Google Photos এ থাকা সকল ফটো যেভাবে Export করা যায় | Techtunes

    টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আমরা অনেকে আছি যারা Google Photos এ আমাদের ছবি ব্যাকআপ রাখি। তো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *