Claude AI মডেলে ফ্রিতে এক্সেস করার ৩ টি উপায় | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

Claude নামের একটি AI মডেল মাল্টিপল মেট্রিক্সে GPT-3.5 Turbo কে ছাড়িয়ে গেছে। এর Claude-Instant-100k ভেরিয়েন্টটি ইতিমধ্যে GPT-4 এর কাছাকাছি পারফরম্যান্স দেখাচ্ছে। এটি বেশ বুদ্ধিমান AI টুলে পরিণত হচ্ছে, আপনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল থেকে আশা করতে পারেন হাই এনগেজিং কনভারসেশন অভিজ্ঞতা।

অনেকে হয়তো জানি এটা ফ্রিতে ব্যবহার করা যায় না তবে আজকের টিউনে আমরা আলোচনা করব কীভাবে এই মডেলে ফ্রি এক্সেস নেয়া যায়।

Anthropic অবশ্য নির্দিষ্ট কোম্পানি ও ব্যক্তিদের এই মডেলটি টেস্ট এবং ইম্প্রুভের জন্য এক্সেস দেয়। Anthropic তাদের API এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে Claude মডেলের প্রাথমিক অ্যাক্সেস অফার করে, তবে এখন চাহিদা ব্যাপক থাকায় এক্সেস আপনি পেতেও পারেন নাও পেতে পারেন। আপনার রিকুয়েস্ট রিভিউ করে দেখার পর সিদ্ধান্ত নেয়া হবে এক্সেস পাবেন কি পাবেন না, যা বেশ সময় সাপেক্ষ।

চলুন Claude মডেল ফ্রিতে এক্সেস করার তিনটি প্ল্যাটফর্ম দেখে নেয়া যাক।

১. Vercel AI Playground

Vercel AI Playground একটি ফ্রি এবং সহজে ব্যবহার যোগ্য টুল। এটি দিয়ে বিভিন্ন কমার্শিয়াল ও ওপেনসোর্স AI টুল এক্সপেরিমেন্ট এবং কম্পেয়ার করা যায়। আপনি Vercel AI Playground দিয়ে OpenAI, Hugging Face, Cohere, Replicate, এবং Anthropic এর মতো কোম্পানি গুলার বিভিন্ন কনভারসেশনাল AI মডেল এক্সপেরিমেন্ট করতে পারবেন।

Anthropic এর Claude মডেল এক্সপেরিমেন্ট করতে প্রথমে আপনাকে Vercel Hobby একাউন্ট খুলে নিতে হবে। লগইন করার সাথে সাথে আপনি Claude সহ আরও অনেক AI মডেলে এক্সেস পেয়ে যাবেন।

Vercel AI Playground

অফিসিয়াল ওয়েবসাইট @ Vercel AI Playground

২. Poe

Quora এর তৈরি একটি ফ্রি টুল হচ্ছে Poe AI। এটির মাধ্যমেও আপনি বিভিন্ন মডেল এক্সপেরিমেন্ট করতে পারবেন। ফ্রি একাউন্ট তৈরি করে ChatGPT, Claude, Sage, সহ আরও অনেক কাস্টমাইজড AI অপশন আপনি পেয়ে যাবেন। এখানে চাইলে আপনি নিজের কাস্টমাইজড মডেলও তৈরি করতে পারবেন।

Poe AI এর কিছু সুবিধা,

  • ফাস্ট রেসপন্স টাইম ও হাই আপ টাইম
  • কোন লিমিটেশন নেই
  • Caude মডেল দিয়ে AI কাস্টমাইজ ব্যবস্থা
  • Prompt এর সাজেশন

Poe AI

অফিসিয়াল ওয়েবসাইট @ Poe AI

৩. Slack

Slack টিম ওয়ার্কে আপনি Claude কে একটি ডেডিকেটেড AI এসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। সিম্পল ভাবে এখানে কিছু বললে এটা ধাপে ধাপে আপনাকে ইন্সট্রাকশন দেবে। Claude আপনাকে সামারি, আইডিয়া জেনারেট, প্রশ্ন-উত্তর সহ আর আরও অনেক কাজে সাহায্য করতে পারে।

Slack এ Claude ইন্সটল করতে More বাটমে ক্লিক করুন, App সিলেক্ট করুন, Claude সার্চ করুন এবং Add to Slack এ ক্লিক করুন।

দুই ভাবে আপনি Slack এ Claude ব্যবহার কর‍তে পারেন।

গ্রুপ মেসেজ বা চ্যানেলে @Claude মেনশন করে কিছু জানতে চাইতে পারেন অথবা Claude কে প্রাইভেট মেসেজও পাঠাতে পারেন। Claude আপনাকে টিমমেটের মত রিপ্লাই দেবে।

Slack

অফিসিয়াল ওয়েবসাইট @ Slack

এই ফ্রি অপশন গুলো ছাড়াও আপনি নাম মাত্র মূল্যে Claude এ এক্সেস পেতে পারেন nat.dev এর মাধ্যমে। এখানে আপনি বিভিন্ন কমার্শিয়াল এবং ওপেনসোর্স AI মডেলের এক্সেস পেয়ে যাবে।

শেষ কথা

আপনিও যদি Claude নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে টিউনে উল্লেখিত তিনটা প্ল্যাটফর্ম ব্যবহার করে দেখতে পারেন।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    বর্তমানে দৈনন্দিন কাজের সেরা ৩ টি AI ওয়েবসাইট! | Techtunes

    আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে অনলাইনে জনপ্রিয় শক্তিশালী মেশিন লার্নিং সিস্টেম হলো AI…

    Vizard AI – অস্থির একটি AI ওয়েবসাইট! যেকোনো ভিডিওকে শর্ট ভিডিওতে পরিণত করুন খুব সহজেই! | Techtunes

    আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আমরা সবাই জানি বর্তমানে জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *