CodePile – অনলাইনে একসাথে অনেক জন মিলে কোডিং করা এবং কোড শেয়ার করার অসাধারণ সার্ভিস! | Techtunes


টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনার কোডিং বিভিন্ন অনলাইন মাধ্যমে শেয়ার করবেন।

আমরা অনেকেই বিভিন্ন সময় অনলাইনের নানা ধরনের প্ল্যাটফর্মে লেখালেখি করি, প্রায়ই প্রয়োজন হয় বিভিন্ন কোড শেয়ারিং এর। আমরা যদি কোড গুলো ডিরেক্ট টিউনে লিখে দেই সেক্ষেত্রে কোডিং নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকে আমি এমন একটি প্ল্যাটফর্ম এর সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি সহজেই কোডিং শেয়ার করতে পারবেন।

CodePile কি

CodePile একটা অনলাইন কোড শেয়ারিং প্ল্যাটফর্ম যার অধিকাংশ প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সাপোর্ট করে এবং সহজেই কোডিং শেয়ারও করা যায়। একই সাথে কনফারেন্সের মাধ্যমে অনেক জন একসাথে নিজ নিজ আলাদা জায়গা বসে কোলাবোরশন এর মাধ্যমেও কোডিং করা যায়।

CodePile অন্য গতানুগতিক কোড শেয়ারিং গুলোর মত নয়। এখানে আপনার কোডিং এর জন্য আলাদা URL তৈরি হয় এবং চাইলে আপনি কোডিং পারমিশন ও দিতে পারবেন।

আপনি এখানে কোন একাউন্ট না করেও কোড শেয়ারিং সার্ভিসটি পেতে পারেন তবে একাউন্ট করা থাকলে সহজেই আপনার হিস্ট্রি গুলো দেখতে পারবেন এবং আরও কিছু সুবিধা পাবেন।

CodePile

অফিশিয়াল ওয়েবসাইট @ CodePile

কিভাবে ব্যবহার করবেন?

চলুন দেখা নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন এই চমৎকার ওয়েব টুলটি

ধাপ ১

প্রথমে CodePile এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যান নিচের মত একটি ইন্টারফেস দেখতে পারবেন।

আপনি কোডিং করার সময় চাইলে নাইট মুড ও এনেবল করে নিতে পারেন

ধাপ ২

এই  CodePile এ আপনি মোটামুটি সব ল্যাঙ্গুয়েজেই কোডিং করতে পারবেন। Select language এ ক্লিক করুন আর আপনার প্রয়োজন মত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন।

ধাপ ৩

কোডিং করার পর আপনার আলাদা একটি URL তৈরি হবে যা আপনি যেকোন সাইটে শেয়ার করতে পারবেন।

ধাপ ৪

CodePile অসাধারণ একটি ফিচার হচ্ছে কনফারেন্সের মাধ্যমে চ্যাটিং করে কোলাবোরশন এর মাধ্যমে কোডিং করা।

আপনি যদি অন্য কারো সাথে কোলাবোরেশন করে কোডিং করতে চান তাহলে এই ফিচারটি ব্যবহার Make it a Party Pile! অপশনটি এনাবল করে দিন।

CodePile ব্যবহারের সুবিধা

চলুন জেনে নেয়া যাক CodePile এর কিছু সুবিধা

  • যেকোনো ব্লগ বা ফোরাম সাইটে আপনার কোড শেয়ার করতে পারবেন
  • কোডিং এর স্ক্রিনশট নিতে পারবেন
  • চ্যাট ফিচারের মাধ্যমে কয়েকজন একসাথে কোডিং করতে পারবেন
  • মোটামুটি সব ধরনের কোডিং ল্যাংগুয়েজ পেয়ে যাবেন
  • সমস্ত সেবা ব্যবহার করতে পারবেন বিনা মূল্যে

শেষ কথা:

ডেভেলপার, যারা কোডিং শেখায় এবং যারা শেখে সবার জন্যই CodePile দারুণ উপকারী হবে বলে আশা করছি। যার মাধ্যমে কোডিং শেয়ারিং এর পাশাপাশি একই সাথে আলাদা জায়গা থেকে কোডিং করতে পারবেন।

তো কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানান।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।



Source link

  • Related Posts

    StorePreviewer – আপনার App পাবলিশ করার আগে এর Preview দেখে নিন! সেই সাথে Download করুন Preview Kit | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব কিভাবে যেকোনো অ্যাপ, App Store এ পাবলিশ করার পূর্বেই…

    SaveTweetVid – MP4, MP3, GIF ফরমেটে ডাউনলোড করুন টুইটার ভিডিও! Online Twitter Video Downloader | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক। আমরা জানি টুইটারের ভিডিও ডাউনলোড করার অফিশিয়াল কোন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *