DesignersPics – ফ্রিতে ডাউনলোড করুন Royalty Free High Quality অসাধারণ সব ইমেজ! এমনকি ব্যবহার করুন Commercial কাজেও! | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক।

আমরা যারা বিভিন্ন ব্লগ চালাই তাদের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে ইমেজ দরকার হয়। যদি গুগল থেকে যেকোনো ইমেজ ডাউনলোড করে ওয়েবসাইটে আপলোড করে দেই তবে ওয়েবসাইটে চলে আসতে পারে কপিরাইট নোটিশ। এমনকি ব্যান হতে পারে Adsense একাউন্ট তাই আজকে আলোচনা করব বেস্ট একটি ইমেজ ডাউনলোড ওয়েবসাইট নিয়ে, যেখানে আপনি পাবেন ফ্রিতে চমৎকার সব ইমেজ ডাউনলোড করার ব্যবস্থা।

DesignersPics কি?

DesignersPics একটি অনলাইন ফটো গ্যালারি যেটি প্রতিনিয়ত আপডেট হয় এবং প্রতিমাসে যুক্ত হচ্ছে নতুন নতুন ফটো। ছবি গুলো,  Jeshu John নামের একজন ফটোগ্রাফারের তুলা এবং Retouch করা। যেখানে, architecture, commercial activities, concepts, food and beverages, Nature, people, technology, objects, ক্যাটাগরি সহ বিভিন্ন ইমেজ পাওয়া যায়। এখানে অনেক বেশি ইমেজ না থাকলেও ইমেজ গুলোতে আলাদা অনন্যতা আছে।

DesignersPics এর ছবি গুলো হাই রেজুলেশন এর এবং ফ্রিতে ডাউনলোড করে ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন। ছবি গুলো সহজেই যেকোনো ওয়েবসাইট, পাওয়ার-পয়েন্ট স্লাইড, HTML Template, টি-শার্ট ডিজাইন, বিজ্ঞাপণ, দোকানের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার যোগ্য।

DesignersPics

অফিশিয়াল ওয়েবসাইট @ DesignersPics

কিভাবে ব্যবহার করবেন, DesignersPics?

চলুন দেখে নেয়া যাক কিভাবে এই DesignersPics ওয়েবসাইট থেকে নিজের পছন্দমতো ফটো ডাউনলোড করে নেবেন।

ধাপ ১

প্রথমে DesignersPics এর ওয়েবসাইটে চলে যান,

উপরের ডান পাশ থেকে ক্যাটাগরি সিলেক্ট করে ছবি ব্রাউজ করুন অথবা হোমপেজ থেকে ও সরাসরিও দেখতে পারেন ছবি গুলো। তাছাড়া সার্চ দিয়েও খুঁজতে নির্দিষ্ট নামের ফটো।

ধাপ ২

প্রতিটি ছবির নাম, Preview, এবং ডাউনলোড বাটন পাবেন,

ধাপ ৩

যেকোনো ছবিতে ক্লিক করে ছবির বিস্তারিত বিবরণ দেখতে পাবেন এবং চাইলে সহজেই JPG ফরমেটে ডাউনলোড করে ফেলতে পারবেন।

সুবিধা:

চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন DesignersPics এবং এর কিছু সুবিধা।

  1. DesignersPics এর গ্যালারি আপডেট হবার সাথে সাথে প্রতিমাসেই যোগ হয় নতুন নতুন ফটো।
  2. ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবেন JPG ফরমেটের হাই রেজুলেশন ইমেজ।
  3. ইমেজ গুলো একই সাথে ব্যবহার করতে পারবেন ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজে।

শেষ কথাঃ

গুগল থেকে কপিরাইট ইমেজ ডাউনলোড দিয়ে নিজের ওয়েবকে বিপদে না ফেলে আপনি এই DesignersPics ওয়েবসাইট ব্যবহার করেই প্রয়োজন মত ছবি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া ছবি গুলো ব্যবহার করতে পারবেন পাওয়ার-পয়েন্ট স্লাইড, বিজ্ঞাপণ ব্যানার, ইত্যাদি কাজে।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েবসাইটটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।



Source link

  • Related Posts

    অনলাইনে হাদিস পড়া ও চর্চার দারুণ ৫ টি ওয়েবসাইট | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক। হাদিস হাদিস (আরবিতে الحديث) হলো মূলত, মানবজাতির…

    এবার অনলাইনেই চেক করে নিন আপনার ব্যবহৃত ওয়েবসাইট কতটা নিরাপদ! | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি অনলাইন নিরাপত্তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ডাটা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *