GPT-4 মডেল ফ্রিতে ব্যবহার করার ৫ টি সেরা প্ল্যাটফর্ম | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

এই মুহূর্তে Open AI এর GPT-4 মডেল সম্পর্কে জানে না এমন কাউকে খোঁজে পাওয়া দুষ্কর। আগের সব মডেল থেকে অনেক বেশি বুদ্ধিমান ল্যাটেস্ট এই মডেলটি। যেখানে টেক্সট ইমেজ উভয় ইনপুট দেয়া যায়। আমরা জানি GPT-4 ফ্রি নয়, মাসিক ২০ ডলার দিয়ে এটি ব্যবহার করতে হয়। তবে আজকের এই টিউনে আমি দেখাব কীভাবে এটি ফ্রিতে ব্যবহার করতে পারবেন।

এই টিউনে আমরা পাঁচটি প্ল্যাটফর্ম দেখাব যেগুলো আপনাকে ফ্রিতে GPT-4 ব্যবহারের সুযোগ করে দেবে।

১. Forefront AI

Forefront AI এই লিস্টের প্রথম প্ল্যাটফর্ম যেখানে আপনি GPT-4 মডেল ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটি একটি পারসোনালাইজড এআই চ্যাটবট যা একই সাথে ChatGPT এবং GPT-4 ব্যাকএন্ডে ব্যবহার করে। এখনো এই প্ল্যাটফর্মটি ফ্রিতে ব্যবহার করা যায়। এখানে আপনার একটি ফিকশনাল অথবা রিয়েল ক্যারেক্টার তৈরি করতে পারবেন। বিভিন্ন সেলেব্রিটি বা হিস্ট্রিকাল ফিচারের পারসোনা ব্যবহার করতে পারবেন।

সাইন আপ করার পর, প্ল্যাটফর্ম আপনাকে একটি পারসোনা সিলেক্ট করতে বলবে এবং সিলেক্ট করার পর আপনি চ্যাটিং করা শুরু করতে পারবেন। এখানে সহজেই আপনি GPT-3.5 এবং GPT-4 মডেলে সুইচ করতে পারবেন। ভিন্ন পারসোনাতেও সুইচ করতে পারবেন।

GPT-4, বিনামূল্যে ব্যবহার করার সেরা প্ল্যাটফর্ম এটি। পেমেন্ট সিস্টেম এড হবার আগে প্রয়োজনীয় কাজ করতে থাকুন এটা দিয়ে।

Forefront AI

অফিসিয়াল ওয়েবসাইট @ Forefront AI

২. Hugging Face

ফ্রিতে GPT-4 মডেল ব্যবহার করার আরেকটি চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে Hugging Face। Hugging Face এর একটি ওয়েবঅ্যাপ হচ্ছে Chat-with-GPT4  এটি OpenAI এর API এর উপর ভিত্তি করে কাজ করে। ডিমান্ড হাই থাকলে এর রেসপন্স কিছু স্লো হতে পারে তবে ধৈর্য্য ধরতে পারলে এটি দিয়ে আপনি অনেক কাজই করতে পারবেন।

প্রাইভেট ব্যবহারের জন্য আপনার নিজস্ব API ও এখানে ব্যবহার করার সুযোগ পাবেন। নিজের স্পেসও ডুপ্লিকেট করতে পারবেন যার ফলে অতিরিক্ত সময় অপেক্ষা করা নাও লাগতে পারে।

Chat-with-GPT4

অফিসিয়াল ওয়েবসাইট @ Chat-with-GPT4

৩. Bing AI

Microsoft Bing এখন GPT-4 এবং DALLE 2 এর মাধ্যমে তার ইউজারদের বিভিন্ন ফিচার অফার করছে। মাইক্রোসফট একাউন্টে সাইনইন করে চ্যাট বোটমে ক্লিক করে আপনি ফ্রিতে GPT-4 অভিজ্ঞতা নিতে পারবেন। এটার রেসপন্স ভাল এবং এটি একই সাথে প্রাসঙ্গিক ওয়েব লিংকও প্রোভাইট করে।

আপনি যদি Microsoft Edge, ইন্সটল করেন তাহলে প্রতিটি ওয়েবসাইটেই GPT-4 এর এক্সেস পাবেন। এর মাধ্যমে ইমেইল, ব্লগ, প্যারাগ্রাফ সহ আরও অনেক কিছু লিখে নিতে পারবেন। এই ব্রাউজারে রয়েছে Bing AI চ্যাট ফিচারও।

Bing AI

অফিসিয়াল ওয়েবসাইট @ Bing AI

৪. Poe

Poe এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি GPT-4 মডেল ব্যবহার করতে পারবেন তবে এখানে কিছু লিমিটেশন রয়েছে। এখানে ইউজারও আরও পাবে ChatGPT, Claude, Sage, NeevaAI, and Dragonfly এর মত চ্যাট বটের এক্সেস।

Poe

অফিসিয়াল ওয়েবসাইট @ Poe

৫. Ora.sh

লিমিটেড হলেও GPT-4 মডেল ব্যবহার করতে পারবেন Ora.sh নামের প্ল্যাটফর্মের মাধ্যমে। এটি কেবল আপনাকে পারসোনালাইজড চ্যাট এক্সপেরিয়েন্সই দেবে না একই সাথে এটার মাধ্যমে আপনি হাই কোয়ালিটি ইমেজও জেনারেট করতে পারবেন। এখানে আপনি পাবেন অতিরিক্ত 350, 000 বটের এক্সেস যা বিভিন্ন Ora ইউজাররা তৈরি করেছে।

Ora.sh

অফিসিয়াল ওয়েবসাইট @ Ora.sh

শেষ কথা

যারা GPT-3.5 ব্যবহার করে মজা পাচ্ছেন না আরও ভাল অভিজ্ঞতার জন্য GPT-4 মডেল ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই প্ল্যাটফর্ম গুলো বেশ উপকারে আসতে পারে। তাহলে আর দেরি কেন এখনই যাচাই করুন কোনটি আপনার জন্য সেরা।

তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    আপনার কম্পিউটারকে আরও Better করতে Windows Group Policy এর ১০টি টিপস | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের মাঝে অনেকে আছেন যারা…

    Windows 10 এর এক্সক্লুসিভ ফিচার Modern Standby মুড কি? চেক করুন আপনার পিসিতে সাপোর্ট করে কিনা এই Modern Standby | Techtunes

    টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। চলুন শুরু যাক! আজকে আমি আলোচনা করব Windows 10 এর Modern Standby…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *