Mozilla VPN – মজিলা ফায়ারফক্স এর সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যের VPN সার্ভিস! | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আমরা  মজিলা ফায়ারফক্স- এর একটি নতুন সেবা নিয়ে আলোচনা করব। ফায়ারফক্স তার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন এক VPN সার্ভিস। চলুন জেনে নেয়া যাক।

VPN কি এবং কেন?

VPN হচ্ছে একটি প্লাগিন বা এক্সটেনশন যা আমাদের আইপি এবং লোকেশন চেঞ্জ করতে সাহায্য করে। আবার কখনো ব্লক করা কোন ওয়েবসাইট ভিজিট করতে আমরা ভিপিএন ব্যবহার করি। অনলাইনে আমাদের নিরাপত্তা এবং অতিরিক্ত অনেক সুবিধার জন্য ভিপিএন এর বিকল্প নেই।

বিল্ড-ইন VPN এবং এক্সটেনশন VPN

আপনি আপনার পিসিতে  মূলত VPN দুই ভাবে ব্যবহার কর‍তে পারেন।

ভিপিএন প্যাকেজ ইন্সটল করার মাধ্যমে বা যদি সহজ ভাবে বলি তাহলে ভি পি এন সফটওয়্যার ইন্সটলের মাধ্যমে অথবা আপনার ব্রাউজারে VPN এক্সটেনশন এড করার মাধ্যমে যা কিনা এক্সটেনশন ভিপিএন নামে পরিচিত।

অন্যদিকে আপনার ব্রাউজারে আগে থেকে অফিসিয়াল ভাবে ভিপিএন ইন্সটল করা থাকতে পারে সেটা হচ্ছে বিল্ড-ইন ভিপিএন।

আমরা বেশিরভাগ ইউজাররা মূলত ফায়ারফক্স এবং গুগল ক্রোম ইউজ করে থাকি এবং মজার বিষয় হচ্ছে সেখানে অগণিত ভিপিএন এর এক্সটেনশন পাওয়া যায়। একটা এক্সটেনশন অথবা প্লাগিন ইন্সটলের মাধ্যমে আপনি খুব সহজে আপনার আইপি হাইড অথবা লোকেশন চেঞ্জ করতে পারবেন।

কয়েক বছর আগে অপেরা প্রথম তাদের বিল্ড-ইন ভিপিএন নিয়ে আসে। যার মাধ্যমে আলাদা প্লাগিন বা এক্সটেনশন ইন্সটল দেয়ার প্রয়োজন পড়ে না। খুব সহজে আইপি এবং লোকেশন চেঞ্জ করা যায়। বিল্ড-ইন এক্সটেনশন এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ব্যবহারের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয় না আর সব সুবিধা পাওয়া যায়।

ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্ক

সম্প্রতি ফায়ারফক্স একটি VPN সার্ভিস চালু করেছে যদিও এখনো এটা পরীক্ষামূলকভাবে চালু আছে। যা কিনা ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্ক হিসাবে পরিচিত। এই সুবিধা বর্তমানে শুধু মাত্র US এবং ডেক্সটপ ইউজাররা ব্যবহার করতে পারছে। এটি বর্তমানে ক্লাউড ফ্লায়ারের মাধ্যমে পরিচালিত হচ্ছে যা একজন ব্যবহারকারীকে সর্বোচ্চ গতি দিতে সক্ষম।

ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করার জন্য আপনাকে অতিরিক্ত কোন ঝামেলা পোহাতে হবে না। ব্রাউজারটি ইন্সটল দেয়ার পর খুব সহজে এনাবল এবং ডিজেবল অপশনের মাধ্যমে আপনি খুব সহজে এই সেবা নিতে পারবেন। এটি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কোন বিজ্ঞাপণ বা টাকা পে করতে হবে না এবং ব্যবহারে পাবেন পূর্ণগতি। এটি ব্যবহারের জন্য অবশ্যই আপনাকে ফায়ারফক্স একাউন্টে লগ-ইন করে নিতে হবে।

ফায়ারফক্স প্রাইভেট নেটওয়ার্ক ফিচারটি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত না হলেও এটি অনেক সুবিধা দিচ্ছে যেমন সম্প্রতি এটা তথ্য আদান প্রদানের সেবা চালু করেছে এবং ব্যবহারকারীদের থেকে ফিডব্যাক নিচ্ছে।

কিভাবে ব্যবহার করবেন

ফায়ারফক্সের এই সেবাটি এখনো পরীক্ষামূলক থাকায় শুধুমাত্র ডেক্সটপ ব্যবহারকারী এবং US অবস্থানকারীরা এটি ব্যবহার করতে পারবে। যদি আপনি US না থাকেন সে ক্ষেত্রে আপনাকে এক্সটেনশনটি ব্যবহার করার জন্য আগে যেকোন একটি ভিপিএন ইন্সটল দিতে হবে। আপনি US না থাকলে কিভাবে ইন্সটল দেবেন সেটা নিচে দেখানো হল, যদি US  এ অবস্থান করেন সেক্ষেত্রে ১ম-৫ম ধাপ টি স্কিপ করতে পারেন।

১ম ধাপঃ আমরা TunnelBear ইন্সটল করবো এজন্য প্রথমে আপনাকে তাদের ওয়েবসাইটে যেতে হবে। Get Tunnel Bear-এ ক্লিক করুন।

২য় ধাপঃ ফ্রি মুডে ডাউনলোড করুন।

৩য় ধাপঃ প্রোগ্রামটি ইনস্টল করুন।

৪র্থ ধাপঃ লগিন করুন।

৫ম ধাপঃ দেশ হিসাবে US সিলেক্ট করে দিন।

আমরা আমাদের লোকেশন চেঞ্জ করে ফেলেছি এবার ফায়ারফক্সে তাদের VPN এনেভল করব।

৬ষ্ঠ ধাপ ঃ এই লিঙ্কে যান এবং add to firefox এ ক্লিক করুন

৭ম ধাপঃ  Add  এ ক্লিক করুন

৮ম ধাপঃ এড হয়ে গেলে উপরে ডান পাশে নতুন একটি আইকন  যোগ হবে। আইকনটিতে ক্লিক করে ফায়ার ফক্স একাউন্টে লগিন করুন।

৯ম ধাপ ঃ লগিন হলে এমন একটি ট্যাব আসবে।  এখন আপনার আর বাড়তি কোন ভিপিএন লাগবে না। এখন চাইলে TunnelBear আনইস্টল করে দিতে পারেন।

চলুন দেখে নেয়া যাক আমাদের আইপি চেঞ্জ হয়েছে কিনা। লক্ষ্য করুন আইপি চেঞ্জ হয়েছে।

১০ম ধাপ ঃ এখন আপনি পূর্ণ গতিতে ব্রাউজ করতে পারবেন। চাইলে অফ করে দিতে পারেন যেকোন সময়। এজন্য ভিপিএন আইকনে আবার ক্লিক করতে হবে।

এত কষ্ট করে এতক্ষণ এই টিউনের সাথে থাকার তিনটি সুবিধা জেনে নিনঃ

  • আপনাকে ফায়ার ফক্স এই ফিচারটি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে।
  • ফিচারটির জন্যঅতিরিক্ত সেটিংস ব্যবহার কর‍তে হবে না বা অন্য পিসির সাথে যুক্ত হতে হবে না।
  • গতি সম্পন্ন ইন্টারনেট ব্রাউজ, সেটা আবার কোন লিমিট ছাড়া।



Source link

  • Related Posts

    মজিলা ফায়ারফক্স কোম্পানি যেভাবে মার্কেট থেকে ছিটকে পড়েছে এবং আবার যেভাবে নিজেদেরকে ফিরিয়ে আনছে! মজিলা ফায়ারফক্স কোম্পানির আসন্ন ভবিষৎ | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে অনেকদিন পর আবার হাজির হলাম একটি বিশ্লেষণ মূলক টিউন  নিয়ে। আজকে আলোচনা করব Mozilla Foundation এর আদি, অন্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *