OneSearch – অসাধারণ প্রাইভেসি ফোকাসড সার্চ ইঞ্জিন! | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত আজকেও চলে আসলাম নতুন কোন তথ্য নিয়ে। আজকে Verizon এর নতুন একটি সার্চ ইঞ্জিন নিয়ে কথা বলব।

শুরুর কথা

আমরা জানি গুগল এর উপর কোন সার্চ ইঞ্জিন নেই। গুগল যে পরিমাণ ডাটা বহন করে তা অন্য যেকোনো সার্চ ইঞ্জিনের পক্ষে অসম্ভব। গুগল প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডাটা তার সার্ভারে জমা রাখছে এবং ইউজারদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছে।

তবে গুগল ছাড়াও আরও কিছু ছোট ছোট সার্চ ইঞ্জিন আছে যেগুলোকে বলা প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন যেমন, Ecosia, Startpage, Qwant, DuckDuckGo। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কারা গুগলের মত সার্চ ইঞ্জিন বাদ দিয়ে ওসব সার্চ ইঞ্জিন ব্যবহার করে বা তারা কি আদৌ লাভবান হতে পারছে? আপনি শুনে অবাক হবেন সেই সার্চ ইঞ্জিন গুলোও প্রতিদিন প্রায় ৪০ মিলিয়নের প্রথম সার্চ পাচ্ছে এবং বছরের পর বছর তারা লাভের সাথেই ব্যবসায় করে যাচ্ছে। যদি একটু পরিষ্কার করে বলি তাহলে বলতে হবে, গুগলের বিরুদ্ধে প্রাইভেসি অভিযোগ অনেক আগে থেকেই ছিল যেমন তারা ইউজারের Cookies অন্য জায়গায় ব্যবহার করে ইত্যাদি।

তো প্রাইভেসি ফোকাস সেসব সার্চ ইঞ্জিন গুলোর প্রথম এবং প্রধান কথাই হচ্ছে তারা কোন ইউজারের পারসোনাল ডাটা নিবে না বা ইউজারের সার্চ হিস্ট্রি থাকবে পুরোপুরি এনক্রিপ্ট। এজন্যই মূলত অনেক ইউজারই এই সমস্ত সার্চ ইঞ্জিন ব্যবহার করে। এমনকি মাঝে মাঝে হ্যাকাররাও ব্যবহার করছে এইসব সার্চ ইঞ্জিন। এই টপিক নিয়ে বিস্তারিত জানতে আমার এইটিউনটি দেখে আসতে পারেন। গুগল কেন তার প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন গুলোকে টিকিয়ে রেখেছে?

তো আজকে আপনাদের এমন একটি প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন এর সাথে পরিচয় করিয়ে দেব।

OneSearch, সার্চ ইঞ্জিন

আমরা সবাই Verizon কে হয়তো চিনি যারা একসময়ের জনপ্রিয় সার্চ ইঞ্জিন Yahoo কে কিনে নিয়েছিল। তারা নতুন একটি সার্চ ইঞ্জিন নিয়ে এসেছে যার নাম OneSearch  এই সার্চ ইঞ্জিন এর প্রথম লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীর সার্চের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া। আগেই বলেছি প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন গুলোর কথা। OneSearch একটি প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন।

এটি গুগল এর মত কখনোই আপনার Cookies এবং সার্চ ট্র্যাক করবে না। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে Cookies না কালেক্ট করলে তারা আয় কিভাবে করবে? উত্তর হচ্ছে তারাও এড দেবে কিন্তু সেটা Cookies এর ভিত্তি করে না সেটা সার্চ কিয়ার্ডের উপর ভিত্তি করে। এখানে আরেকটি অপশন পাবেন যার মাধ্যমে আরও সিকিউর সার্চ দিতে পারবেন। যা আপনার সার্চ অন্য কোন ওয়েবসাইট ট্র্যাক করতেও বাধা দেবে।

দেখুন আমি Techtunes লিখে সার্চ দিলাম, দেখতেই পাচ্ছেন যেকোন সার্চ ইঞ্জিন এর মতই সার্চ রেজাল্ট আসছে।

এই OneSearch সার্চ ইঞ্জিন কখনোই আপনার Cookies ট্র্যাক করবে না তবে লোকেশন ভিত্তিক সার্চ রেজাল্ট দিতে সেটি আপনার IP Address ব্যবহার করবে।

OneSearch, কিভাবে কাজ করে

যাদের প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন গুলো সম্পর্কে ধারনা নেই তাদের একটি কমন প্রশ্ন থাকে এই সার্চ ইঞ্জিনে কি আমি যথেষ্ট সার্চ রেজাল্ট পাবো? এই বিষয়টি আমার আগের এই টিউনে বিস্তারিত বলেছি তারপরেও চলুন সংক্ষেপে বলা যাক। প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন গুলো মূলত গুগল আর Bing এর মত সার্চ ইঞ্জিন গুলো থেকে সার্চ রেজাল্ট কিনে থাকে। তারা নতুন করে কোন ইনফরমেশন কালেক্ট করে না টাকার বিনিময়ে সার্চ রেজাল্ট ক্রয় করে। এবং OneSearch, ওই সার্চ ইঞ্জিন গুলোর মতই Bing থেকে সার্চ রেজাল্ট কিনে সার্ভিস দিচ্ছে। তাই নিচে লেখা দেখবেন Powered by Bing™।

OneSearch এর সুবিধা

চলুন জেনে নেয়া যাক OneSearch এর কিছু সুবিধা এবং কেন ব্যবহার করবেন OneSearch

  • আপনার কুকিজ ট্র্যাক করবে না
  • আপনার কোন সার্চ হিস্ট্রি তৈরি হবে না
  • রেজাল্টে কোন ফিল্টার দেয়া হবে না
  • কি-ওয়ার্ড গুলো থাকে Encrypted

শেষ কথা

বর্তমান ইন্টারনেটের বিভিন্ন স্কেন্ডেল বা নিরাপত্তা নিয়ে নানা প্রশ্নের কারণে প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন গুলো মানুষের নজরে আসছে এবং জনপ্রিয়তা পাচ্ছে। তাদের মতই একটি সার্চ ইঞ্জিন। এখন আপনি যদি প্রশ্ন করেন বাকি প্রাইভেসি ফোকাস সার্চ ইঞ্জিন রেখে কি এখানে শিফট করবেন? তাহলে বলব তারা এখন পর্যন্ত অনেক সুবিধাই প্রকাশ করেছে বাকিটা আপনি ব্যবহার করে দেখুন কি করবেন।

কেমন লাগল আজকেই এই টিউনটি তা অবশ্যই জানাবেন। জানান আপনার কাছে কেমন লেগেছে সার্চ ইঞ্জিনটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।



Source link

  • Related Posts

    আপনি টিভি দেখছেন, আপনার স্মার্ট টিভি আপনাকে দেখছে না তো! অফ করুন সকল স্মার্ট টিভির ট্র্যাকিং | Techtunes

    টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। প্রযুক্তির কল্যাণে আমাদের দৈনন্দিন জীবন আরও সহজ হয়ে উঠেছে। তবে সব কিছুর…

    BaitBlock – ইন্টারনেটে আর নষ্ট হবে না আপনার মনোযোগ! কাজে হয়ে উঠুন আরও প্রোডাক্টিভ! | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব কিভাবে অনলাইনে কাজের প্রতি আরও মনযোগী হতে পারবেন।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *