Pikaso – টুইটারের Tweet গুলোকে ফটোতে কনভার্ট করুন এবং শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক।

ফেসবুক এর পাশাপাশি টুইটার বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসাবে যথেষ্ট জনপ্রিয়। টুইটারেও শেয়ার করা হয় বড় বড় কোম্পানি গুলোর বিভিন্ন অফার এবং গুরুত্বপূর্ণ খবরাখবর। টুইটারের সেই সমস্ত গুরুত্বপূর্ণ Tweet গুলো আমরা মাঝে মাঝে শেয়ার করতে চাই অন্য প্লাটফর্ম গুলোতে কিন্তু অফিসিয়াল ভাবে Tweet গুলো ফটোতে কনভার্ট করার কোন ব্যবস্থা না থাকায় আমাদের বাধ্য হয়ে স্ক্রিনশট নিতে হয়। কিন্তু স্ক্রিনশট নিয়ে তা অন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা উচিৎ নয় এবং যা দেখতে মোটেও প্রফেশনাল লাগে না।

Pikaso কি?

Pikaso একটি gadget যা মোটামুটি এর Tuigram মতই। এটি ব্যবহার করে  টুইটারের যেকোনো Tweet কে রূপান্তর করতে পারবেন ফটোতে। এবং সেটি যেকোনো সোশ্যাল মিডিতে শেয়ার করতে পারবেন।

একটি কথা বলে নেয়া ভাল, বর্তমানে এই এটি শুধু ইংরেজি এবং চাইনিজ ভাষা সাপোর্ট করে তারমানে শুধু এই দুই ভাষায় লেখা Tweet গুলো ফটোতে রূপান্তর করতে পারবেন।

Pikaso

অফিশিয়াল ওয়েবসাইট @ Pikaso

কিভাবে ব্যবহার করবেন, Pikaso?

যেহেতু  Pikaso একটি অনলাইন টুল সুতরাং এটি ব্যবহার করতে এর সাথে টুইটার একাউন্ট কানেক্ট করতে হবে। চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন এই টুলটি।

ধাপ ১

প্রথমে Pikaso এর ওয়েবসাইটে যান এবং Sign in with Twitter এ ক্লিক করুন। লগইন করা না থাকলে লগইন করে নিন।

ধাপ ২

এবার Pikaso অ্যাপ টি ব্যবহার করার পারমিশন দিয়ে দিন।

ধাপ ৩

এখন নিচের মত একটি খালি বক্স দেখতে পারবেন। আপনি যে Tweet টি ফটো বানাতে চান সেটির লিংক এখানে পেস্ট করে দিন।

আমি একটি লিংক দিয়েছি রেজাল্ট দেখুন

ধাপ ৪

আপনার নির্ধারিত Tweet ফটোতে কনভার্ট হয়ে গেলে Download Image বাটনে ক্লিক করে ফটোটি সেভ করে নিন।

তবে মনে রাখবেন এটি শুধু মাত্র ইংরেজি এবং চাইনিজ ভাষায় কেবল সাপোর্ট করবে।

সুবিধাঃ

  1. চলুন জেনে নেয়া যাক কেন ব্যবহার করবেন Pikaso এবং এর কিছু সুবিধা।
  2. টুইটারের Tweet গুলো ফটো হিসাবে ইন্সটাগ্রামে শেয়ার করতে পারবেন
  3. Tweet এর লিংক সাবমিট করে দিলেই তৈরি হয়ে যাবে ফটো
  4. ছবিতে লেখকের নাম, একাউন্ট নাম্বার, এবং এর সময় সহ ফটো তৈরি হবে

শেষ কথা:

আশা করছি যারা বিভিন্ন কাজে টুইটারের Tweet শেয়ার করতে চান তাদের জন্য এই ওয়েব-টুলটি দারুণ হেল্প-ফুল হবে। তবে এখন পর্যন্ত বেশি ভাষা সাপোর্ট না করলেও আশা করা যায় ভবিষ্যতে এটি আরও আপডেট হবে।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই ওয়েবসাইটটি।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাঁচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।



Source link

  • Related Posts

    StorePreviewer – আপনার App পাবলিশ করার আগে এর Preview দেখে নিন! সেই সাথে Download করুন Preview Kit | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব কিভাবে যেকোনো অ্যাপ, App Store এ পাবলিশ করার পূর্বেই…

    SaveTweetVid – MP4, MP3, GIF ফরমেটে ডাউনলোড করুন টুইটার ভিডিও! Online Twitter Video Downloader | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক। আমরা জানি টুইটারের ভিডিও ডাউনলোড করার অফিশিয়াল কোন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *