Product Key Explorer – আপনার ভুলে যাওয়া সিরিয়াল কী রিকভার করুন | Techtunes


টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আজকে আমি আলোচনা করব দারুণ একটি সফটওয়্যার নিয়ে।

Product Key Explorer কি?

 

Product Key Explorer  একটি পিসি সফটওয়ার যার মাধ্যমে আপনার পিসিতে ইন্সটল দেয়া সকল সফটওয়্যার এর লাইসেন্স কি, সিরিয়াল কি ম্যানেজ করতে পারবেন।

এটি ৮০০০+ সফটওয়্যার সাপোর্ট করে যার মাধ্যমে আপনি এই সমস্ত সফটওয়্যার এর প্রোডাক্ট ইনফরমেশন দেখতে পারবেন। যারা বিভিন্ন ভাবে সফটওয়্যার প্রোডাক্ট কি ভুলে যান তাদের জন্য এই সফটওয়্যার দারুণ কাজের।

Product Key Explorer

অফিশিয়াল ওয়েবসাইট @ Product Key Explorer 

কিভাবে ব্যবহার করবেন?

চলুন দেখে নেয়া যাক কিভাবে ব্যবহার করবেন Product Key Explorer 

ধাপ ১

প্রথমে Product Key Explorer  এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে  ফ্রিতে এই সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে ইন্সটল করে নিন। নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন।

ধাপ ২

find Product key অপশনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।

ধাপ৩

আমার পিসির দুইটি সফটওয়্যার এর সিরিয়াল কি চলে আসছে।

 

Product Key Explorer সুবিধাঃ

চলুন জেনে নেয়া যাক কেন ব্যবহার করবেন Product Key Explorer   এবং এর কিছু সুবিধা।

 

  • ভুলে যাওয়া কি গুলো খুঁজে পাবেন
  • ডিজিটাল ফরমেটে সেভ রাখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন
  • যেকোনো সময় স্কেন করে প্রোডাক্ট কি বের করতে পারবেন
  • একই সাথে txt, Excel, Access, XML, HTML ফরম্যাট সাপোর্ট করে

শেষ কথাঃ

যা কোন সফটওয়ারের সিরিয়াল কি ভুলে যান এবং বিভিন্ন সময় এগুলো কাজে লাগে তাদের জন্য আশা করছি এই Product Key Explorer  টি দারুণ হবে।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।



Source link

  • Related Posts

    Raspberry Pi এর দুর্দান্ত ভার্সন Raspberry Pi 400! কিবোর্ডের মধ্যেই পুরো কম্পিউটার! | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকের এই টিউনটি  আলোচনা করব নতুন এবং ভিন্ন এক Raspberry Pi নিয়ে।…

    বাজারে আবারও কার্ভ ফোন ফিরে আসছে! পারবে কি জনপ্রিয় হতে? | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন।  আজকের টিউনটি হতে যাচ্ছে কিছুটা বিশ্লেষণমূলক এবং কিছুটা প্রেডিকশন ধর্মী। কার্ভ ফোন নিয়ে আলোচনা করব, কেন ফোন গুলো বাজারে টিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *