Salamchat – ফ্রি AI চ্যাটবট, কোরআন হাদিস ও ইসলাম সম্পর্কে জানার | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

Salam.chat কী?

Salam.chat একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক চ্যাটবট যার মাধ্যমে আপনি ইসলাম সম্পর্কে জানতে পারবেন এবং পবিত্র কোরআন ও হাদিস নিয়ে ব্যাখ্যা পাবেন। একই সাথে লোকেশন অনুযায়ী নামাযের টাইমও দেখতে পারবেন।

Salam.chat এ কোন প্রশ্ন জানতে চাইলে এটি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আপনাকে উত্তর দেবার চেষ্টা করবে। আপনি চাইলে Salam.chat এর রেসপন্স গুলো JSON ফরমেটে এক্সপোর্টও করতে পারবেন।

Salam.chat

অফিসিয়াল ওয়েবসাইট @ Salam.chat

কীভাবে Salam.chat ব্যবহার করবেন

প্রথমে Salam.chat এ চলে যান। কোন ধরনের লগইন এবং রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। Launch App এ ক্লিক করে আপনি চ্যাটবট স্টার্ট করতে পারেন।

যেকোনো প্রশ্ন করুন। এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আপনার প্রশ্নের উত্তর দেবে।

কিছু সময় অপেক্ষা করুন এটি আপনার প্রশ্নকে প্রসেস করবে এবং রেসপন্স জেনারেট করবে। উত্তরে আপনি কোরআন হাদিসের রেফারেন্সও পাবেন।

কপি আইকনে ক্লিক করে আপনি রেসপন্স কপি করতে পারেন অথবা ‘Export Data’ তে ক্লিক করে রেসপন্স JSON ফরমেটে ডাউনলোড করতে পারেন।

আপনি যদি লোকেশন অনুযায়ী নামাযের টাইম দেখতে চান তাহলে, উপরে ডান পাশে  Arrow তে ক্লিক করে ‘Prayer Times’ এ ক্লিক করে নামাযের টাইম দেখতে পারেন।

শেষ কথা

Salam.chat আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক চ্যাটবট যার মাধ্যমে আপনি সহজে ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় সম্পর্কে জানতে পারবেন। সত্যতার জন্য আপনি কোরআন হাদিসের রেফারেন্সও পাবেন। বোনাস হিসেবে নামাযের টাইমও পাচ্ছেন এখানে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    StorePreviewer – আপনার App পাবলিশ করার আগে এর Preview দেখে নিন! সেই সাথে Download করুন Preview Kit | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব কিভাবে যেকোনো অ্যাপ, App Store এ পাবলিশ করার পূর্বেই…

    SaveTweetVid – MP4, MP3, GIF ফরমেটে ডাউনলোড করুন টুইটার ভিডিও! Online Twitter Video Downloader | Techtunes

    আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। চলুন শুরু করা যাক। আমরা জানি টুইটারের ভিডিও ডাউনলোড করার অফিশিয়াল কোন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *