এক সাথে অনেক গুলো ডোমেইনের Availability চেক করুন Google Sheet এর মাধ্যমে | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে।

আমরা যখন কোন ডোমেইন কিনতে চাই তখন স্বাভাবিক ভাবেই প্রথমেই চেক করি সেটা এভেইবল আছে কিনা। ডোমেইনে এভেইলেবল আছে কিনা সেটা জানতে বিভিন্ন হোস্টিং ওয়েবসাইটে আমাদের যেতে হয়। আজকে আমি দেখাব কিভাবে কোথাও না গিয়ে Google Sheet এর মাধ্যমে আপনার পছন্দের ডোমেইন এবং প্রায় একই রকম ডোমেইন গুলো খুঁজে পাবেন। আর এই কাজে আমাদের সাহায্য করবে GSheetDomains।

GSheetDomains কি?

GSheetDomains হচ্ছে Google Sheet এর একটি Addons, যার মাধ্যমে কয়েক ক্লিকে আপনি বাল্ক ডোমেইন চেক করতে পারবেন। এখানে আপনার প্রাইমারি ডোমেইন দিলে সেটি একই ধরনের কম্বিনেশনে আরও অনেক ডোমেইন আপনার সামনে তুলে ধরবে। এই Addons টি NameCheap, Dynadot, BlueHost, Hover, এবং Shopify এর মত হোস্টিং প্রোভাইডারদের সাপোর্ট করে।

ডোমেইন Availability চেক করা সহজ কাজ হলেও আপনি যদি ভিন্ন ভিন্ন হোস্টিং প্রোভাইডারদের নেম গুলো থেকে পছন্দ করতে চান তাহলে GSheetDomains আপনার জন্য সেরা হতে পারে। ডোমেইন অর্ডার করতে আপনার আলাদা কোন API এবং রেজিস্ট্রেশন লাগবে না। আপনি শুধুমাত্র Addon টি ইন্সটল করে নিবেন এবং ডোমেইন লিখে সার্চ দেবেন।

কিভাবে ডোমেইন Availability চেক করবেন

চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনার Google Sheet এ GSheetDomains ইন্সটল করবেন,

ধাপ ১

প্রথমে Google Sheet এ যান Addons এ ক্লিক করুন, এবার Get add-ons সিলেক্ট করুন

ধাপ ২ 

GSheetDomains লিখে সার্চ দিন এবং Add-ons টিতে ক্লিক করুন

ধাপ ৩ 

Add-ons টি ইন্সটল দিন

ধাপ ৪

New Document থেকে Addons> GSheetDomains> Start Domain Search এ ক্লিক করুন

ধাপ ৫

বক্সে আপনার পছন্দ মত ডোমেইন লিখুন

ধাপ ৬

এটি আপনার ডোমেইনের কম্বিনেশনে আরও অনেক ডোমেইন নিয়ে এক্সেল শিট তৈরি করবে।

আর এভাবেই Google Sheet থেকে সরাসরি এভেইলেবল ডোমেন খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে GSheetDomains। সহজে এবং কম সময়ে ব্যক্তিগত বা ব্যবসায়ীক কাজে ডোমেইন খুঁজে পেতে আপনার জন্য দারুণ হতে পারে GSheetDomains।

শেষ কথাঃ

আপনি যদি Available ডোমেইন খুঁজে পাওয়ার নতুন কোন উপায় চেষ্টা করতে চান তাহলে বলব GSheetDomains ট্রাই করে দেখুন। আপনি এখান থেকে অনেক বেশি বিকল্প খুঁজে পাবেন বলে আশা করছি।

তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    MeinPlatz – সহজেই খুঁজে বের করুন কোন ফাইল ফোল্ডার আপনার স্টোরেজ দখল করছে | Techtunes

    টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আমরা যারা উইন্ডোজ পিসি ব্যবহার করি তারায় প্রায়ই একটা কমন সমস্যায় পড়ে…

    Google Photos এ থাকা সকল ফটো যেভাবে Export করা যায় | Techtunes

    টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মত চলে এসেছি নতুন কোন টিউন নিয়ে। আমরা অনেকে আছি যারা Google Photos এ আমাদের ছবি ব্যাকআপ রাখি। তো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *