কিভাবে মোবাইল দিয়ে Play Store থেকে Apps ডাউনলোড করে মেমোরিতে নিবেন।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। কিভাবে মোবাইল দিয়ে Play Store থেকে Apps ডাউনলোড করে মেমোরিতে নিতে পারবেন? আশা রাখি ট্রিকটি আপনাদের কাজে দিবে।

  • প্রথমে চলে যান Play Store ধরুন আপনি যে কোন একটি এ্যাপ Play Store থেকে ডাউনলোড করে মেমোরিতে নিতে চাচ্ছেন।
  • আপনি যেই এ্যাপটি নিতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করুন।

  • তারপর দেখুন ডান পাশে থ্রিডট আইকন ওখানে ক্লিক করে Share লিখাতে ক্লিক করুন।

  • Share ক্লিক করার পর নিচে থেকে এ্যাপের লিংকটি কপি করুন।

  • এখন চলে যান গুগলে, গিয়ে সার্চ করুন apk downloader অথবা ক্লিক করুন Link কে।

  • তারপর কপিকৃত লিংক টি পেস্ট করুন নিচে দেখানো বক্সে এবং ক্লিক করুন Generate download link লিখাতে।

  • কিছুক্ষন অপেক্ষা করারপর দেখুন নিচে ডাউনলোড লিংক শো করবে ওখানে ক্লিক করলে আপনার কাংখিত এ্যাপটি ডাউনলোড হয়ে আপনার মেমোরিতে চলে যাবে।

 

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group





Source link

  • Related Posts

    Super HOT🔥 . play store any app unlimited free trail. BIN method. 100% proved. may be deleted after specified time.

    আসসালামু আলাইকুম      তো,,,,😎  কাজের থেকে বেশি কিছু আজে বাজে কথা বলা পছন্দ করিনা। শুরু করা যাক আজকের দুর্দান্ত এই পোস্টটি। আর‌ হা যদি আপনাদের এই পোস্টটি দেখে খারাপ…

    সেরা Journal অ্যাপ Day one এ নিয়ে নিন ২ মাসের ফ্রি ট্রায়াল! (Exclusive CC)

    আপনারা অনেকে জার্নাল বা ব্যক্তিগত ডায়েরি লিখতে পছন্দ করেন। সময়ের সাথে সাথে জার্নালের ধরন বদলে গেছে। এখন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে মোবাইল বা ডেস্কটপেই জার্নাল লিখতে অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *