GravityWrite – AI দিয়ে ইমেজ তৈরি করতে Prompt লিখুন প্রো লেভেলে | Techtunes


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

আজকের এই টিউনটি বেশ স্পেশাল, যারা Prompt নির্ভর বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল গুলো নিয়ে কাজ করেন বিশেষ করে তাদের জন্য এই টিউনটি। Midjourney এর মত বিভিন্ন AI টুলে চাহিদা মত ইমেজ পেতে Prompt দিতে হয়। আপনি এই ধরনের টুল গুলো থেকে কতটা কার্যকর রেজাল্ট পাবেন তা নির্ভর করে Prompt এর উপর। এমনকি আমরা আগের একটি টিউনে Prompt engineering সম্পর্কে জেনেছি যার মুল উদ্দেশ্য সঠিক ভাবে Prompt দেয়া।

আমরা এমন একটি টুল সম্পর্কে এই টিউনে জানতে চলেছি যেটা আপনাকে তৈরি করে দেবে প্রো লেভেলের সব Prompt, যেগুলো ব্যবহার করে আপনি তৈরি করতে পারবেন মাস্টারপিস সব ইমেজ।

GravityWrite কী?

GravityWrite একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক রাইটিং টুল। এটি দিয়ে আপনি ব্লগ, ইমেইল, এড এমনকি সোশ্যাল মিডিয়া Post ও লিখতে পারেন। GravityWrite এ রয়েছে Prompt সঠিক পাওয়ারও ব্যবস্থা। GravityWrite এর AI Art নামের টুলটি দিয়ে আপনি ইমেজ জেনারেট করার দারুণ সব Prompt ক্রিয়েট করতে পারবেন।

আপনাকে তেমন কিছুই করতে হবে না। কি ধরনের ইমেজ চান সেই ধারণা দিলেই আপনার জন্য Prompt তৈরি হয়ে যাবে।

GravityWrite

অফিসিয়াল ওয়েবসাইট @ GravityWrite

কীভাবে GravityWrite ব্যবহার করবেন?

চলুন দেখে নেয়া যাক কীভাবে GravityWrite ব্যবহার করবেন,

প্রথমে GravityWrite ওয়েবসাইটে চলে যান এবং একটি একাউন্ট ক্রিয়েট করে নিন।

অনেক গুলো টুল থেকে AI Art সিলেক্ট করুন।

চারটি বক্স পাবেন, ইমেজ ধারণা দেয়ার জন্য। প্রথম বক্সে ইমেজটি কিসের হবে, সেটা ঠিক করুন। দ্বিতীয় বক্সে সিলেক্ট করুন আপনার সাবজেক্ট কি করতে থাকবে। তৃতীয় বক্সে চারপাশের পরিবেশ কী হবে সেটা লিখুন। চতুর্থ বা শেষ বক্সে ঠিক করুন আপনার ছবি কোন ফর্মের আর্ট হবে। আপনি Photography, Illustration, watercolor, oil painting, comics, সিলেক্ট করতে পারেন।

ইচ্ছে মত অপশন সিলেক্ট করে Create Content এ ক্লিক করুন।

ব্যাস আপনাকে টুলটি একাধিক Prompt তৈরি করে দেবে। এই prompt গুলো বিভিন্ন ইমেজ জেনারেট টুলে ব্যবহার করতে পারেন

শেষ কথা

প্রথম দিকে কেউই আমরা সঠিক ভাবে Prompt দিতে পারি না। আস্তে আস্তে শিখতে হয় কী দিলে কী আসবে। আশা করছি এ ক্ষেত্রে GravityWrite আপনাকে দারুণ ভাবে সাহায্য করবে।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    বর্তমানে দৈনন্দিন কাজের সেরা ৩ টি AI ওয়েবসাইট! | Techtunes

    আসসালামু আলাইকুম। টেকটিউনস এর নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা বর্তমানে অনলাইনে জনপ্রিয় শক্তিশালী মেশিন লার্নিং সিস্টেম হলো AI…

    Vizard AI – অস্থির একটি AI ওয়েবসাইট! যেকোনো ভিডিওকে শর্ট ভিডিওতে পরিণত করুন খুব সহজেই! | Techtunes

    আসসালামু আলাইকুম। টেকটিউনস ওয়েবসাইটের নতুন আরো একটি টিউনে আপনাকে স্বাগতম। আমি স্বপন আছি আপনাদের সাথে, আশাকরি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আমরা সবাই জানি বর্তমানে জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *