অ্যান্ড্রয়েড এর Engineering Mode এ প্রবেশ করার দারুন সব সিক্রেট কোড | Techtunes


আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।

আমরা বিভিন্ন কারণে স্মার্টফোনের Engineering Mode এ প্রবেশ করতে চাই, কিন্তু ডিভাইস বেধে আলাদা আলাদা USSD থাকায় আমরা বিভিন্ন টিউটোরিয়াল দেখার পরেও এই মুডে ঢুকতে পারি না। তো আজকের এই টিউনে আমি দেখাব কিভাবে আপনি আপনার ফোনের Engineering Mode এ প্রবেশ করবেন।

কিভাবে Engineering Mode এ প্রবেশ করবেন

Engineering Mode এ প্রবেশ করার আগে আপনার জেনে নেয়া জরুরি, গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এই মুড এনেভল না করাই ভাল। আপনার যদি পর্যাপ্ত টেকনিক্যাল জ্ঞান না থাকে তাহলে এই টিউনটি এড়িয়ে যান।

অনেক ভাবেই Engineering Mode এ ঢুকা যায় তবে সবচেয়ে সহজ উপায় হল USSD এর মাধ্যমে ঢুকা। তবে সব USSD সব ডিভাইসে কাজ করে না। নিচে ডিভাইস অনুযায়ী Engineering Mode এর USSD কোড গুলো দেয়া হল।

Samsung: * # 0011 #
Xiaomi: * # * 6484 * # * অথবা * # * # 64663 # * # *
Huawei: * # * # 2846579 # * # *
Sony: * # * # * # * # 7378423
OnePlus: * # # 36446337
OPPO: * # # 36446337

তাছাড়া উপরের কোড গুলো কাজ না করলে নিচের গুলোও ট্রাই করতে পারেন

*#59#
*#22458#*
*#110*01#
*#35789#*
*#3698741#
*#3646633*#
*#*#4636#*#*
*#*#13411#*#*
*#*#2846579#*#*
*#*#889988#*#*
*#*#7378423#*#*
*#*#3646633#*#*

শেষ কথা

ডিফল্ট সেটিং গুলো নিজের ইচ্ছে মত Tweak করে নিতে Engineering Mode এর বিকল্প নেই। এর মাধ্যমে সহজেই ডিফল্ট সেটিংকে এড়িয়ে গিয়ে অডিও, ক্যামেরা, ওয়াইফাই ইত্যাদি বিষয় বুস্ট করা যায়।

আশা করছি এই টিউনে আপনি  আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    যে ৪ টি সময়ে মোবাইল ব্যবহার করলে হতে পারে মারাত্মক ক্ষতি | Techtunes

    স্মার্টফোন হয়ে উঠেছে এখন মানুষের চব্বিশ ঘণ্টার সঙ্গী। স্মার্টফোন ছাড়া যেন আমরা এখন একটা মুহূর্ত-ও কল্পনা করতে পারি না। সময়ে অসময়ে সারাক্ষণ আমাদের হাতে মোবাইল থাকেই। প্রয়োজন না হলেও এটি…

    App রিভিউ এর কাজ করে আয় করুন! অনলাইন ইনকাম এর একটি চমৎকার উপায় | Techtunes

    অনলাইন থেকে টাকা আয় করার কতো কতো মাধ্যম যে এখন রয়েছে তার হয়তো নির্দিষ্ট কোনো পরিসীমা নেই। কিন্তু আমরা সবগুলো আয়ের উপায় জানি না বিধায় কাজ করতে পারি না। অনেকেই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *