অ্যাপস অথবা ওয়েবসাইট ছাড়াই True Caller ব্যবহার করুন [ Secret Tips ]


আসসালামুআলাইকুম , আশা করি সবাই ভালো আছেন

আজকে আপনাদের আমি বলব কিভাবে আপনারা কোনো ধরনের অ্যাপস অথবা ওয়েবসাইট ছাড়াই TRUE CALLER ব্যাবহার করবেন , আর যারা TRUE CALLER সম্পর্কে জানেন না তাদের বলি এটা এমন একটা অ্যাপ জেটা দিয়ে আপনারা যে কারো নাম দেখতে পারবেন , এটা অনেক সময় অনেকেই মনে করেন যে এটা মোবাইল এর ইনফরমেশন চুরি করে , যারা এটা মোবাইলে ব্যাবহার করতে চান না তাদের জন্য এটা হবে একটি সেরা মেথড
তো চলেন শুরু করা যাক
প্রথমত আপনাদেরকে বলি এটা হলো টেলিগ্রাম বট মেথড , মানে আপনি একটা বট এর মাধ্যমে এই কাজটা করতে পারবেন , যারা আগে থেকেই জানেন এই মেথড তারা স্কিপ করতে পারেন

আমরা কিছু ধাপের মধ্যো দিয়ে এটি সম্পন্ন করবো , আপনারা লেখা না বুজলে এখানে দেয়া Screenshort গুলো ফলো করতে পারেন

১) সর্বপ্রথম আপনাকে টেলিগ্রাম অ্যাপস এ প্রবেশ করতে হবে অ্যাপস না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন

২) নতুন থাকলে লগিইন করে নিবেন লগইন করা একদমই সহজ

৩) তারপর সার্চ অপশন এ চলে জান এরপর সার্চ করুন @TrueCeallr1Bot এই বট ইউজার নামটি

true caller tutorial

৪) ওপেন করুন তারপর স্টার্ট এ ক্লিক করুন , যদি আপনাকে কোনো চ্যানেল এ জয়েন করতে বলে জয়েন হবেন

telegram truecaller bot

৫) তারপর আপনার নাম্বার দিন এখানে একটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার নাম্বার লিখার আগে দেশের কোড দিয়ে নিবেন যেমনঃ +880 এটি ইংরে্জিতে দিবেন।

৬) এরপর বটকে ওই নাম্বার তা country কোড সহ লিখে সেন্ড করুন

৭) ব্যাস আপনি ইনফরমেশন পেয়ে যাবেন যে ভাবে আপনি Screenshort এ দেখতে পারতেছেন

telegram truecaller bot

আশা করি আপনার পোস্ট টা ভালো লেগেছে , কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন , ধন্যবাদ





Source link

  • Related Posts

    একটা কোম্পানি যেভাবে আপনার ডাটার ব্যবহার ও অপব্যবহার করতে পারে।

    আসসালামু আলাইকুম। আজকে লিখতেছি ডাটা ও প্রাইভেসি নিয়ে ২য় পোস্ট। ১ম পোস্টে লিখেছিলাম কিভাবে একটা কোম্পানি বিভিন্ন সার্ভিসের মাধ্যমে আমাদের তথ্য সংগ্রহ করে থাকে। যারা পড়েন নি বা মিস করে…

    এন্ড্রয়েড ১৫ তে জেনে নিন কি কি ফিচার আসছে!!

    আসসালামুয়ালাইকুম প্রিয় trickbd এর সদস্যগণ কেমন আছেন সবাই, আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বলেই আজ আবার ও হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমরা বর্তমানে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *