আপনার অনলাইন পাসওয়ার্ড গুলো ইন্টারনেটে লিক হয়ে যায়নি তো? | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আমি অনলাইন নিরাপত্তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক।

চলতি বছরের শুরুর দিকে গুগল তার ব্যবহারকারীদের অনলাইনে আরও অধিক নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ড চেকআপে এক্সটেনশন লঞ্চ করেছে যার মাধ্যমে একজন ব্যবহার কারী চেক করে নিতে পারবে তার পাসওয়ার্ড কতটা শক্তিশালী বা নিরাপদ। এই সুবিধাটি পাওয়া যাবে গুগল ক্রোমের এক্সটেনশনের মাধ্যমে। অথবা সরাসরিও ব্যবহার করা যাবে এই সুবিধা।

একজন ইউজারের পাসওয়ার্ড কোন কারণে লিক বা হ্যাক হয়ে গেলে এটি সাথে সাথে ওয়ার্ন করবে এবং সাথে সাথে নতুন পাসওয়ার্ড রিপ্লেস করার ব্যবস্থা করবে। গুগল জানিয়েছে অতি দ্রুত এই ফিচারটি তারা ক্রোমে ডিফল্ট ভাবেই দিয়ে দেবে। গত বছরের শেষ দিকে ফায়ার-ফক্স একই ধরনের একটি টুল ব্যবহারকারীদের জন্য নিয়ে আসে সেটার নাম ছিল Email Monitor Tool।

গুগল পাসওয়ার্ড সিকিউরিটির চেক

বর্তমানে প্রায় সকল ব্রাউজার গুলোতে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট এর ব্যবস্থা আছে। তারা ওই ব্রাউজার দিয়ে লগইন করা সকল পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখে এবং পরবর্তীতে দ্রুত লগইনে সাহায্য করে। ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট ও একই ভাবে ইউজারের পাসওয়ার্ড নিয়ে সংরক্ষণ করে এবং যেকোনো ডিভাইস থেকে ব্রাউজারে লগইন করলে সেই পাসওয়ার্ড গুলো সিনক্রোনাইজ হয়। অতিসম্প্রতি গুগল নিয়ে এসেছে পাসওয়ার্ড সিকিউরিটির চেক। এটি নিশ্চিত করে যে ইউজারের পাসওয়ার্ড কোথাও লিক হয়েছে কিনা বা বর্তমান পাসওয়ার্ড কতটা শক্তিশালী।

গুগলের কাছে পাসওয়ার্ড রাখবেন কি রাখবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয় তবে অনেকে মনে করে গুগলকে সব তথ্য দেয়া ঠিক না। তাই অনেকে বাজারের অন্য সফটওয়্যার গুলো যেমন, keep password, অথবা Master password ব্যবহার করে।

Google Password Manager

অফিসিয়াল লিংক @ Google Password Manager

কিভাবে ব্যবহার করবেন?

কিভাবে গুগলের এই দারুণ ফিচারটি ব্যবহার করবেন চলুন দেখে নেয়া যাক।

ধাপ ১

প্রথমে  Google Password Manager ক্লিক করুন। গুগল একাউন্টে লগইন করা না থাকলে লগইন করে নিন। নিচের মত একটি পেজ দেখতে পারবেন।

পেজটি  স্ক্রল করে নিচের দিকে গেলে এমন একটি পেজ পাবেন, এখান থেকে Password Manager এ ক্লিক করুন।

 

ধাপ ২

আপনাকে Password Manager এর পেজে নিয়ে যাওয়া হবে, Get started এ ক্লিক করুন।

এবার আমাদের পাসওয়ার্ড চেক করার পালা, check passwords  এ ক্লিক করুন।

ধাপ ৩

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাসওয়ার্ড লিক হয়ে গেলেও সেটা ব্যবহার হতেই থাকে মানে হ্যাকাররা চেঞ্জ করে না। গুগল পেয়েছে প্রায় ৪ মিলিয়নের বেশি পাসওয়ার্ড লিক হয়েছে বিভিন্ন থার্ড পার্টি সার্ভিস ব্যবহারের কারণে। যদি আপনার পাসওয়ার্ড অন্য পাসওয়ার্ড এর সাথে মিলে যায় তাহলে সেটা রেড মার্ক দিয়ে দেখিয়ে দেবে। আমার এমন কোন সমস্যা ছিল না তাই প্রথমটি সবুজ। নিচে দুইটার মানে হচ্ছে ৯৫ টি ওয়েবসাইটে আমার পাসওয়ার্ড সেইম এবং ৬ টি একাউন্টে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করছি।

 

আমরা মাঝ মাঝে একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করি এটা বড় ধরনের বোকামি কারণ এক জায়গায় হ্যাক হলে, সব জায়গা ঝুঁকিতে পরে যাবে তাই বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করাই ভাল।

ধাপ ৪

এবার সমস্যা অনুযায়ী ক্লিক করুন আমি Reused Password  এ ক্লিক করেছি এবং চাইলে এখান থেকে পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে নিতে পারব।

আমি বলব গুগল যত জায়গায় রিস্ক বলবে তত-জায়গায় ক্লিক করুন এবং প্রয়োজনে পাসওয়ার্ড চেঞ্জ করে নিন। পাসওয়ার্ড চেঞ্জ হলে সেটা অটোমেটিক গুগল পাসওয়ার্ড এ সেভ হবে। এবং আপনাকে আলাদা করে আবার সব জায়গায় লগইন করতে হবে।

কেন Google Password Manager ব্যবহার করবেন?

আমাদের অনলাইন নিরাপত্তার জন্য এটি খুবই দরকার চলুন জেনে  নিই কেন এটি ব্যবহার করবেন।

  • হ্যাকারদের হাত থেকে আপনার মূল্যবান ডাটা বাচাতে
  •  আপনার পাসওয়ার্ড লিক হয়ে গেল কিনা জানতে পারবেন
  • একই পাসওয়ার্ড বারবার ব্যবহার হচ্ছে কিনা এটি তা নিশ্চিত করতে পারবেন

শেষ কথা:

আমরা সবাই জানি বর্তমানে ইন্টারনেট ডাটা প্রাইভেসি কতটা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তেমনি হ্যাকাররাও হচ্ছে আরও শক্তিশালী। আপনার অজান্তেই আপনার সকল ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে হ্যাকারের হাতে। তাই আজকেই সচেতন হোন।

কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবে। আপনার কাছে ব্যবহার করে কেমন লাগলো সেটাও বলতে ভুলবেন না।

পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন। আমাদের সমসাময়িক যে সংকট চলছে এর থেকে রক্ষা পেতে সবাই সচেতন থাকবেন কারণ আপনার সচেতনতাই পারে আমাদের সবাইকে খারাপ অবস্থা থেকে বাচাতে। সবাই বাসায় থাকুন আর আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ হা-ফেজ।



Source link

  • Related Posts

    ডার্ক ওয়েবে বিক্রি হওয়া, আশ্চর্য হবার, ৮ ধরনের অনলাইন অ্যাকাউন্ট | Techtunes

    আপনি নিশ্চয় প্রতিনিয়ত ডার্ক ওয়েব এর নাম শুনে থাকবেন এবং এই সাইট সম্পর্কে অনেক ধারণা রয়েছে। আর আপনি সম্ভবত এটিও শুনেছেন যে, ডার্ক ওয়েবে হ্যাকারেরা বিভিন্ন ডেটা বিক্রি অথবা কিনতে…

    গ্রে হ্যাট হ্যাকার কী? এবং Grey Hat Hacker কী করে? | Techtunes

    নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু এখনো পর্যন্ত হ্যাকিং বা হ্যাকারের নাম শুনেন নি, এমন কাউকে হয়তোবা খুঁজে পাওয়া যাবে না। আমাদের মধ্যে অনেকেই হয়তোবা ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং হোয়াইট হ্যাট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *