কিভাবে Office 365 Active করবেন?


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকের ট্রিকটি যদি কেউ আগে থেকেই জেনে থাকেন তাহলে ধন্যবাদ। আর যদি পেয়ে উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট করুন। যদি পোস্ট পছন্দ না হয় তাহলে দূরে থাকুন।

  • আজকে আমি আপনাদের খুব সহজেই Office 365 active করতে হয় সেটা দেখাবো। যদিও এর আগে Office 365 active Official Genuine ভাবেই করা যেত ‍কিন্তু আমি ব্যক্তিগত ভাবে কয়েদিন যাবৎ সেই প্রসেস চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমি যতদুর বুঝতে পারলাম সেই প্রসেস তারা বন্ধ করে দিয়েছে। যদি কেউে এখনো Genuine প্রসেস পেয়ে থাকেন তাহলে আমাকে একট জানাবেন।  তো যাই হক আজকে আমি আপনাদের খুব সহজেই কিভাবে Office 365 active সেটা দেখাই।

 

  • কিছু কথা বলা দরকার যেহেতু Genuine ভাবে active হবেনা তাই ফ্রিতে ব্যবহার করতে চাইলে আপনাকে Crack  করে ব্যবহার করতে হবে।
  • Office 365 active করতে হলে আপনাকে Online version ইন্সটল করা যাবে না। যদি Online version ইন্সটল করেন তাহলে ইন্টারনেট অন করা মাত্রই Crack নষ্ট হয়ে যাবে।
  • বিকল্প পদ্ধতি হলো আপনাকে Office 365  offline version ইন্সটল করতে হবে।
  • নিচ থেকে যে কোন একটি ফাইল ডাউনলোড করুন।
  • আমি সম্পন্ন প্রসেসটি CMD Method দেখাবো।
  • Office 365 ইন্সটল হয়ে গেলে Office 365 Internet connect active থাকা অবস্থায় নিচে ইন্সট্রাকশন গুলো লক্ষ্য করুন।
  • কির্বোড থেকে windows button এবং টাইপ করুন cmd.
  • cmd আসার পর run as administrator দিয়ে ‍ওপেন করুন।

  • আপনার Microsoft Office 365 ইন্সটলেশন কোথায় অবস্থিত তার উপর নির্ভর করে অনুগ্রহ করে নিম্নলিখিত কমান্ডগুলির ব্যবহার করুন। যে কোন একটি হবেই।

cd C:\Program Files (x86)\Microsoft Office\Office16

or

cd C:\Program Files\Microsoft Office\Office16

  • এখন কপিকৃত কোডটি দিয়ে enter Press করুন।

  • এখন Microsoft Office 365 Retail থেকে Volume License Convert করতে হবে।
  • Convert করার জন্য নিচের কোডটি কপি করে পেস্ট করে Entre করুন।

for /f %x in (‘dir /b ..\root\Licenses16\proplusvl_kms*.xrm-ms’) do cscript ospp.vbs /inslic:”..\root\Licenses16\%x”

  • এখন নিচে যে কমান্ড গুলো দিয়েছি একটি করে কমান্ড কপি করবেন এবং Entre press করবেন এভাবে সবগুলো কোড ব্যবহার করবেন।

cscript ospp.vbs /inpkey:XQNVK-8JYDB-WJ9W3-YJ8YR-WFG99
cscript ospp.vbs /unpkey:BTDRB >nul
cscript ospp.vbs /unpkey:KHGM9 >nul
cscript ospp.vbs /unpkey:CPQVG >nul
cscript ospp.vbs /sethst:kms8.msguides.com
cscript ospp.vbs /setprt:1688
cscript ospp.vbs /act

 

  • কমান্ড ব্যবহার করা শেষ হয়ে গেলে word File ওপেন account ক্লিক করে দেখুন active হয়ে গিয়েছে।

আমি আশা রাখি এই পোস্ট আপনাদের অনেক কাজে আসবে।

[যদি কেউ পোস্ট পড়ে active করতে না পারেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন।]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group





Source link

  • Related Posts

    Netflix সহ ডাউনলোড করে নিন ৫টি প্রিমিয়াম এ্যাপ [Update]

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। সবাইকে জুম’আ মোবারক জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আশা রাখি আপনাদের কাজে দিবে। আজ আপনাদের জন্য…

    আপনার জাতীয় পরিচয়পত্রের পিন নম্বর বের করুন খুব সহজেই।

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। সবাইকে জুম’আ মোবারক জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আশা রাখি আপনাদের কাজে দিবে। আজকে আপনাদেরকে দেখাবো…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *