নতুন ডেক্সটপ ও ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য সেরা ৩ টি সফটওয়্যার


আসসালামুআলাইকুম
আশা করি সবাই ভালো আছেন , আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন Dextop এবং laptop ব্যবহারকারিদের জন্য সেরা কিছু সফটওয়্যার তো চলেন শুরু করা যাক তার আগে বলে রাখি এই পোস্ট টি একেবারে নতু্নদের জন্য তাই এক্সপার্ট রা পোস্টটি স্কিপ করতে পারেন অন্যথায় খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন ।

সর্বপ্রথম আমি যে সফটওয়্যার নিয়ে কথা বলব সেটা হলো Revo Uninstaller এবং চলেন এই সফটওয়্যার দিয়ে কি করা যাবে সেটা বলি

আপনারা অনেকেই অনেক সফটওয়্যার ইন্সটল করেন তখন কিছু ফাইল অটোমেটিক ভাবে ক্রিয়েট হয়ে যায় কিন্তু যখন সফটওয়্যারটা আনইন্সটল করতে যাবেন তখন কিছু বুজতে পারবেন না কিন্তু পরে বুজতে পারবেন এটার আরো অনেক ফাইল আপনার computor এ রয়েছে , তো এই সফটওয়্যার এর অপ্রয়োজনীয় ফাইল গুলো ডিলেট করতে ওই সফটওয়্যার সহায়তা করে ।
এ ছাড়াও সফটওয়্যার টি আপনার যেকোন সফটওয়্যার আনইন্সটল করার সাথে সাথে আপনার কমপিউটার কে একটা স্কান দিবে

এবার বলা যাক কিভাবে এটা ডাউনলোড করবেন

সিম্পলভাবে গুগল এ Rivo Uninstaller এটা সার্চ করলেই ডাউনলোড করার জন্য তাদের অফিসিয়াল পেইজ আসবে সেখান থেকে ডাউনলোড করে নিবেন , আর এটাতে যদি কোনো পারমিশন চায় তাহলে দিয়ে দিবেন আর এই সফটওয়্যার টা Always C ড্রাইভ এ রান করবে

ডাউনলোড

সেকেন্ড যে সফটওয়্যার টার কথা বলব সেটা হল Everything

এটা একটা ছোটো সফটওয়্যার হলেও এটার কাজ অনেক বড় – যেমন উইন্ডোজ এর ডিফল্ট যে সার্চ অপশন আছে সেটা দিয়ে সার্চ করলে অনেক সময় লাগে কিন্তু Everything এক ক্লিক এ সকল ফাইল এসে পড়বে এমনকি প্রাইভেট ফোল্ডার তাও সার্চ করে দেখতে পাবেন – এটা দারুণ একটা সফটওয়্যার

আর এটা ডাউনলোড করার নিয়ম হলো গুগল এ গিয়ে সার্চ করবেন Everything পেয়ে যাবেন তারপরও আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখব , আর এটার রেটিং সংখ্যা অনেক বেশি

আর এটা ব্যবহার করা একদম সহজ শুধুমাত্র ডাউনলোড করেই স্টার্ট

ডাউনলোড

আমাদের লিস্টের ৩ নাম্বার অ্যাপস টা হলো Turbo Top

আমরা অনেক সময় যে কোনো নোট অথবা সফটওয়্যার অন্য কোনো অ্যাপস বা কিছুতে কাজ করার সময় টপ করে রাখি কিন্তু যে পেজ টায় কাজ করি সেটায় ক্লিক করলে টপস করা যেকোনো কিছু ব্যাকগ্রাউন্ড এ চলে যায় তো turbo top হলো সেই সমস্যার সমাধান ।
আর এটাও চালু করা খুব সহজ , এটার ডাউনলোড লিঙ্ক নিচে আছে ,আর এটার জনপ্রিয়তা ব্যাপক

ডাউনলোড

আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো ধরনের কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন এবং লেখায় ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ,  নিয়মিত Trickbd ভিজিট করুন এবং জ্ঞান অর্জন করুন





Source link

  • Related Posts

    ফটো এডিট করার সফটওয়্যার কোনগুলো জেনে নিন

    সকলেই স্মার্টফোন ব্যবহার করে ছবি তুলে থাকে আর এই ছবিকে সুন্দর করার জন্য এডিট করার প্রয়োজন হয়। আর এই জন্য আমরা আজকে আলোচনা করব ফটো এডিট করার সফটওয়্যার সম্পর্কে। আপনারা…

    এবার ফেসবুকেও আসলো Ai ফিচার 😲😲!!

    আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টেক নিউজ নিয়ে। এই টেক নিউজটি যে ফেসবুক কে কেন্দ্র করে সেটা তো নিশ্চয়ই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *