নিয়ে নিন ৭ দিনের জন্য ফ্রি RDP


তারপর আপনার জিমেইল দিবেন আর আপনার পছন্দমত পাসওয়ার্ড দিবেন।তারপর নিচের সব গুলাতে ঠিক চিহ্ন দিয়ে creat account এ ক্লিক করবেন। তারপর ৭ দিন ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য মার্ক করে দেখানো জায়গায় ক্লিক করবেন। তারপর আপনারা ২ টি প্যাকেজ দেখতে পারবেন।আর RDP তে কি কি থাকবে তার বিস্তারিত দেখতে পারবেন। আপনারা চাইলে HDD অথবা SSD সিলেক্ট করেও নিতে পারেন। HDD নিলে স্পেস একটু বেশি থাকবে আর কি। তারপর আপনারা operating system windows সিলেক্ট করে add to cart এ ক্লিক করে নিবেন। আমি ডিফল্ট os সিলেক্ট রেখেই add to cart করছিলাম না বুঝেই। তারপর মার্ক করা ৩টি অপশন সিলেক্ট করে checkout এ ক্লিক করে নিবেন। তারপর proceed এ ক্লিক করে দিবেন অথবা আপনার জিমেইলে একটি ভেরিফাই লিংক যাবে,সেখান থেকে ভেরিফাই করে নিবেন। তারপর মার্ক করে দেখানো জায়গায় ক্লিক করে দিবেন।তারপর complete order এ ক্লিক করবেন।  তারপর আপনি আপনার জিমেইল দিয়ে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেইলস দিয়ে দিবেন।আমি এখানে আমার redot pay একাউন্টের ডিটেইলস দিয়েছি।তারপর আপনার একটি নাম্বার দিয়ে pay তে ক্লিক করে দিবেন। আর হ্যা আপনার কার্ডে অবশ্যই 1.13 usd থাকতে হবে, যা আপনার একাউন্ট থেকে কেটে নিবে। চিন্তা করবেন না আপনার RDP একটিভ হওয়ার পর আপনার ডলার রিফান্ড পেয়ে যাবেন। সেটার proof আমি সবার শেষে দিয়ে দিব। পে করার পর servis এ ক্লিক করে দেখে নিতে পারেন আপনার RDP কতক্ষন পরে একটিভ হবে।এখানে ১ ঘন্টার সময় চাইবে, কিন্তু ১ ঘন্টার আগেই আপনার RDP একটিভ হয়ে যাবে। আপনার জিমেইলে আপনার order এর ডিটেইলস পাবেন। আপনার RDP একটিভ হলে আপনার জিমেইলে আপনার RDP এর ডিটেইলস পেয়ে যাবেন, আর পাসওয়ার্ড দেখার জন্য লিংকে ক্লিক করে নিবেন। লিংকে প্রবেশ করার পর প্রসেসিং এ কয়েক সেকেন্ড সময় নিবে,একটু অপেক্ষা করবেন।তারপর start এ ক্লিক করে আপনার RDP টি একটিভ করবেন,তারপর login details এ আপনি windows/linux দেখতে পারবেন, যদি আপনি প্রথমে rdp নেওয়ার সময় উন্ডোজ সিলেক্ট করে থাকেন।আমি ডিফল্ট ভাবে সব কিছু করছি দেখে আমার এখানে linux শো করতেছে। তারপর সেখানে ক্লিক করে আপনার RDP এর ডিটেইলস দেখতে পারবেন।আর এই যে দেখুন আমার prrof এর ডিটেইলস।





Source link

  • Related Posts

    Windows activation key এর জন্য আর দৌড়াদৌড়ি করা লাগবে না। এবার খুব সহজে windows key ছাড়া windows একটিভ করে নিন খুব সহজে।

    আসসালামু আলাইকুম গাইজ।কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন।অনেকদিন পর একটা পোস্ট লিখতে বসলাম। উপরের টাইটেল দেখে হয় ত বুঝতেই পারছেন আজকে কি বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছি। আজকে…

    [Java Edition] PC তে Minecraft খেলুন সম্পূর্ন ফ্রি তে

    আসসালামুওয়ালাইকুম সবাই কেমন আছেন ? আবারও ট্রিকবিডি তে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম । Minecraft এই গেম টির নাম আমরা কম বেশি সকলেই শুনেছি, এবং এই গেম এর ইউটিউব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *