ফেসবুক Power Hidden ফিচার [পর্ব-০২] :: আপনি যাদেরকে Friend Request পাঠিয়েছেন, তা দেখুন | Techtunes


আমার এই নতুন চেইন টিউন ধামাকা! চেইন টিউন ‘ফেসবুক Power Hidden ফিচার’ এ আপনাকে দারুণ ভাবে স্বাগতম!

আপনি যদি আগের পর্ব গুলো পড়ে না থাকেন তবে অবশ্যই আগের পর্ব গুলো পড়ার অনুরোধ রইল।

আমরা প্রতিদিন বিভিন্ন পরিচিত লোকজনকে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, তাদের মধ্যে অনেকেই আমাদের Friend Request একসেপ্ট করে না। আর অনেকদিন পর দেখা যায়, আমরা সেসব ব্যক্তিদের কথা ভুলে যাই, যাদেরকে আমরা ইতিমধ্যেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। কিন্তু, আমরা ইতিমধ্যে কোন কোন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তা কিভাবে জানবো?

আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, তারা যদি সেটি Accept না করে, তাহলে আপনি সে সমস্ত ব্যক্তিদের তালিকা একত্রে দেখতে পাবেন।

১. এজন্য আপনাকে ফেসবুক ওয়েবসাইটে এসে উপরে থেকে Friend Requests আইকনটিতে ক্লিক করতে হবে।

আপনার করা ফ্রেন্ড রিকোয়েস্ট

আপনাকে সাজেশন করা কিছু ব্যক্তিদের তালিকা দেখতে পাবেন, যাদেরকে আপনি হয়তোবা চেনেন। মূলত ফেসবুক আপনাকে এসব ব্যক্তিদের সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য সাজেস্ট করছে। যাই হোক, এবার আপনি এখান থেকে Friend Requests অপশনটিতে ক্লিক করুন।

২. এবার আপনি উপরে দেখতে পাবেন, View sent request নামের একটি অপশন। এখানে ক্লিক করলেই, আপনি যাদেরকে ইতিমধ্যেই ফ্রেন্ড রিকোয়েস্ট টা পাঠিয়েছেন তাদের তালিকা দেখতে পাবেন এবং আপনি চাইলে সেই রিকোয়েস্ট ক্যানসেল ও করতে পারেন।

View sent friend request on facebook

হতে পারে যে, তারা আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাচ্ছে না অথবা তারা তাদের Friend request list চেক ই করেনা। তবে, আপনি চাইলে সেখান থেকে Friend Request টি Cancel করে আবার তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এতে করে তার কাছে আবার একটি নোটিফিকেশন যাবে এবং সে আপনাকে Accept করতে পারে।

আজকের পর্ব এখানেই শেষ। কেমন লাগছে আমার এই চেইন টিউন? টিউমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর আমার টিউন গুলো জোসস বাটনে ক্লিক করে জোসস দিতেও ভুলবেন না। আমার দারুন সব টিউন পেতে টেকটিউনসে ফলো বাটন ক্লিক করে আমাকে ফলো করুন এবং আমাকে টেকটিউনসে ফ্রেন্ড হিসেবে যুক্ত করুন।

দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহাফেজ!



Source link

  • Related Posts

    মোবাইলে ফেসবুক পেজের নাম যেভাবে পরিবর্তন করবেন | Techtunes

    বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। ফেসবুকে মোবাইল অ্যাপে কোনো পেজের নাম পরিবর্তন করতে গেলে আপনারা দেখতে পান ফেসবুক পেজটির নাম পরিবর্তন হয়না। এছাড়া আপনারা যারা প্রথমবারের মতো কোনো পেজের নাম…

    ফেসবুক প্রোফাইলের URL নিজের মতো বানাবেন যেভাবে | Techtunes

    বন্ধুরা আশাকরি সকলেই ভালো আছেন। আমরা কিন্তু প্রতিদিনই ফেসবুক ব্যবহার করে থাকি। আপনাদের তো সকলেরই এটা চাওয়া যে, আপনার ফেসবুক url আপনার মনের মতো হোক। ফেসবুকে আপনাকে নতুন বন্ধুত্ব করার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *