বাড়িতে বসেই মাত্র ১ থেকে ২ হাজার টাকায় এসি বানাবেন যেভাবে!! বিস্তারিত পড়ুন


আসসালামু আলাইকুম সুপ্রিয় ট্রিক বিডি এর সকল সদস্যগণ। কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি বলে আজকে আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোষ্ট নিয়ে। লেখার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়।

বাংলাদেশের গ্রীষ্মকাল সব থেকে উষ্ণতম একটি সময়, দিন দিন গরমের পরিমাণ বেড়েই চলেছে। এতে ভোগান্তি বাড়ছে আমাদের মত সাধারন মানুষদের। যারা উচ্চবিত্ত তাদের জন্য এসি রয়েছে তারা সহজেই আরামে থাকতে পারে, কিন্তু দুঃখজনক হলেও সত্য এই গরমে অনেকের পক্ষে টেকা মুশকিল হয়ে যাচ্ছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে তীব্র গরমে।

আজকে আমি আপনাদেরকে বাড়িতে বসে মিনি এয়ার কুলার তৈরি করা শেখাবো, শুধুমাত্র হাতের কাছে কিছু পরিচিত দরকারী জিনিসগুলো দিয়ে সহজে তৈরি করে নিতে পারবেন মিনি এয়ার কুলার। হাজার হাজার টাকা দিয়ে এসি না কিনে মাত্র ১ থেকে ২ হাজার টাকা খরচ করে আজীবন এসি উপভোগ করতে পারবেন।

এতে এই গরমে একটু হলেও স্বস্তিতে থাকতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন মিনি এয়ার কুলার।

যেসব জিনিসের প্রয়োজন হবে:

১.একটি বড় সাইজ এর বক্স
২. পিসি এর কুলার ফ্যান
৩. গ্লু গান
৪. সার্কিট বা ডিভাইস প্লাগ
৫. MIST ডিভাইস ( ধোঁয়া মেশিন)
৬. এয়ার কুলার পাইপ
৭. কাচি

প্রথমেই বড় বক্স যেটি রয়েছে সেটি একটি কাঁচি দিয়ে এয়ার কুলার যে ফ্যান রয়েছে সেটির সাইজ অনুযায়ী কেটে নেবেন,


এরপর আপনি এয়ারকুলার এর পাইপের সাইজ অনুযায়ী প্রথমে দুইটি এয়ারকুলার এর পাইপের সাইজ অনুযায়ী দুই জায়গাতে ফুটো করে নিন যাতে বাতাস বের হতে পারে। এবার গ্লু গান ব্যবহার করে আপনি কুলার পাইপ এবং কুলার ফ্যান দুইটি লাগিয়ে নিন,


বাতাস যাতে বের হতে না পারে সেইজন্য এখানে প্লাস্টিকের একটি টুকরা দিয়ে গ্লু গান দিয়ে আটকে দিলে ভালো হয়।
এবার আপনি এখানে প্লাগ দিয়ে কুলার ফ্যান গুলোর সাথে বিদ্যুৎ এর কানেকশন করে দিন।

এবার আপনি ধোয়া মেশিন টি বক্স এর মধ্যে দিয়ে দিবেন। আর পানি দিয়ে দিবেন ঠান্ডা পানি বা পানি এর সাথে বরফ এর টুকরো দিলে বেশ ভালো হবে। দেখবেন ডিভাইস টি যেনো পুরোপুরি পানি তে ডুবে না যায়।

এইবার আপনি বক্স এর ঢাকনা লাগিয়ে দিয়ে বিদ্যুৎ এর কানেকশন দিয়ে দিন । এই দেখুন কি সুন্দর ঠান্ডা ধোঁয়া ওঠা বাতাস বের হচ্ছে। এইভাবে আপনারা মিনি কুলার ব্যবহার করতে পারবেন। গরম থেকে রেহাই পাবেন।

যেইসব উপকরণ এর কথা উল্লেখ করা হয়েছে আপনি যেকোনো ইলেকট্রনিক দোকান এ গেলেই পেয়ে যাবেন যদি উপকরণ না পান দারাজ বা ইভ্যালী তে পেয়ে যাবেন।

আমার সাথে যোগাযোগ করেও সব উপকরণ নিতে পারবেন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন আমার ফেসবুকে এখানে👈👈
তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন।





Source link

  • Related Posts

    FTP Server দিয়ে খুব সহজে এবং দ্রুত ফাইল Transfer করুন [Update]

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আজকে দেখাবো কিভাবে FTP Server দিয়ে খুব সহজে এবং…

    Netflix সহ ডাউনলোড করে নিন ৫টি প্রিমিয়াম এ্যাপ [Update]

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। সবাইকে জুম’আ মোবারক জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আশা রাখি আপনাদের কাজে দিবে। আজ আপনাদের জন্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *