ভিডিও থেকে অডিও আলাদা করুন সবচেয়ে সহজ উপায় গুলোর মাধ্যমে | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

আপনি বিভিন্ন কারণে কোন ভিডিও ফাইল থেকে অডিওটি আলাদা করতে চাইতে পারেন। নির্দিষ্ট অডিওকে রিমিক্স করতে, অন্যকোন ভিডিওতে ব্যবহার করতে, অথবা অন্য কোন কাজে এড করতে প্রথমেই আমাদের অডিও ফাইলটি আলাদা করতে হয়। তো আজকে দেখাব কিভাবে আপনি যেকোনো ভিডিও থেকে কিভাবে অডিও আলাদা করবেন।

১. Audio Extractor

Audio Extractor একটি ফ্রি অনলাইন টুল যার মাধ্যমে আপনি সহজেই ভিডিও থেকে অডিও আলাদা করতে পারবেন। অডিওকে MP3 অথবা WAV ফাইলে Extract করার পাশাপাশি আপনি আইফোনের রিংটোন হিসেবেও সেভ করতে পারবেন।

ভিডিও বড় হোক বা ছোট, খুব দ্রুত সময়ের মধ্যে এটি কনভার্ট হয়ে যাবে।

Audio Extractor

অফিসিয়াল ওয়েবসাইট @ Audio Extractor

চলুন দেখে নেয়া যাক কিভাবে Audio Extractor ব্যবহার করবেন

ধাপ ১

প্রথমে ওয়েবসাইটটি ওপেন করুন। Open Video তে ক্লিক করুন, ভিডিও ফাইলটি সিলেক্ট করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন

Extract Audio From Video Audio Extractor Upload File

ধাপ ২

এবার অডিও ফরমেট সিলেক্ট করুন, আপনি MP3, WAV, OGG এর মত জনপ্রিয় ফরমেট গুলো সিলেক্ট করতে পারেন। সর্বশেষ Download এ ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন

Extract Audio From Video Audio Extractor Save File

২. QuickTime

এই মেথডটি ম্যাক ইউজারদের জন্য। যারা ম্যাক-বুকে QuickTime ব্যবহার করেন তারা খুবই কম সময়ে ঝামেলা ছাড়াই কাজটি করতে পারবেন। QuickTime এ যেকোনো ভিডিও ওপেন করুন এবং Export as> Audio Only তে ক্লিক করুন।

QuickTime

ডাউনলোড লিংক @ QuickTime

apple-users-export-as-audio-from-a-video-file-nice-method

৩. অ্যান্ড্রয়েড অ্যাপ

আপনি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও ভিডিও থেকে অডিও বের করতে পারেন। এই কাজের জন্য কয়েক হাজার অ্যাপ প্লেস্টোরে থাকলেও আমি আপনাকে সাজেস্ট করব Video Mp3 Converter অ্যাপটিকে।

ধাপ ১

প্লেস্টোরে যান এবং Video Mp3 Converter অ্যাপটি ইন্সটল করুন। অ্যাপটি ওপেন করুন। ভিডিও না শো করলে উপরে ডান পাশে ক্লিক করুন।

Extract Audio From Video Android Choose Video

ধাপ ৩

ভিডিওটি ওপেন করে অডিও নোটে ক্লিক করুন এটি অটোমেটিক ভাবে সকল সেটিং ঠিক করে দেবে। আপনি চাইলে কতটুকু কনভার্ট হবে সেটিও নির্ধারণ করে দিতে পারবেন।

Extract Audio From Video Android Set Options
ধাপ ৪

চাইলেও আউটপুট ফোল্ডারও সিলেক্ট করে দিতে পারেন, সর্বশেষ Convert বাটনে ক্লিক করুন

Extract Audio From Video Android Convert

৪. VLC Media Player

আমরা সবাই VLC Media Player কে চিনি, অন্যতম জনপ্রিয় একটি মিডিয়া প্লেয়ার। কিন্তু অনেকে হয়তো এর বিচিত্র ব্যবহার সম্পর্কে জানি না। হ্যাঁ, আপনি এই প্লেয়ার দিয়েও কিন্তু ভিডিও থেকে অডিও ফাইল আলাদা করতে করতে পারবেন।

VLC Media Player

অফিসিয়াল ওয়েবসাইট @ VLC Media Player

চলুন দেখে নেয়া যাক কিভাবে VLC Media Player দিয়ে অডিও ফাইল আলাদা করা যায়।

ধাপ ১

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্লেয়ারটি ডাউনলোড করে নিন।

ধাপ ২
VLC রান করুন, Media -> Convert/Save এ ক্লিক করুন

Extract Audio From Video Vlc Media Convert Save

ধাপ ৩
Add বাটমে ক্লিক করে আপনার ভিডিও ফাইল সিলেক্ট করুন। আপনি Show More এ ক্লিক করে নির্দিষ্ট সময়ও নির্ধারণ করে দিতে পারেন।

Extract Audio From Video Vlc Add Video

ধাপ ৪

আপনি নিচের ডানপাশ থেকে Convert এ ক্লিক করুন

ধাপ ৫
Profile সেকশন থেকে আপনি ফাইল সাইজ কি হবে সেটা নির্ধারণ করে দিন। Destination সেকশন থেকে Browse এ ক্লিক করুন এবং কোন ফোল্ডারে ফাইলটি সেভ হবে তা নির্ধারণ করুন। সর্বশেষ Start বাটমে ক্লিক করুন।

Extract Audio From Video Vlc Choose Audio Profile

ধাপ ৬

প্লে বাটনে ক্লিক করুন এবং VLC কে কাজটি করতে কিছুক্ষণ সময় দিন। কাজ শেষ হবার আগ পর্যন্ত আপনি প্রক্রিয়াটি দেখতে পাবেন।

Extract Audio From Video Vlc Converting Audio

৫. Audacity

আমরা অনেকে হয়তো জানি অডিও ফাইলকে নিয়ে কাজ করার অন্যতম জনপ্রিয় একটি পিসি সফটওয়্যার হচ্ছে Audacity। এই ওপেন সোর্স ফ্রি সফটওয়ারটি দিয়ে আপনি ভিডিও থেকে অডিও ফাইল আলাদা করতে পারবেন।

Audacity

অফিসিয়াল ওয়েবসাইট @ Audacity

চলুন দেখে নেয়া যাক কিভাবে অডিও ফাইল আলাদা করা যায়।

ধাপ ১

সফটওয়ারটি ওপেন করুন এবং Open Files এ ক্লিক করে আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করুন

Extract Audio From Video Audacity File Open

ধাপ ২

পুরো ফাইলটি লোড হবার পর Export to MP3 তে ক্লিক করুন

Extract Audio From Video Audacity File Export

সুবিধা

চলুন এই টিউনের কিছু সুবিধা দেখা নেয়া যাক

  • জনপ্রিয় সফটওয়ার গুলোর মাধ্যমে ভিডিও থেকে অডিও কনভার্ট
  • ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়ারের মাধ্যমে ভিডিও থেকে অডিও আলাদা করা
  • বিশেষ কনভার্টার সফটওয়ার ব্যবহার না করলেই অডিও কনভার্ট করা

শেষ কথাঃ

ইন্টারনেটে ভিডিওকে অডিও ফাইলে কনভার্ট করার বিভিন্ন মেথড থাকলেও আমি সহজ কিছু উপায় সম্পর্কে আলোচনা করলাম। জনপ্রিয় সফটওয়ারের মাধ্যমে কিভাবে কাজটি করা যায় সেটাই দেখানোর চেষ্টা করলাম।

তো কেমন হল আজকের টিউন জানাতে অবশ্যই টিউমেন্ট করুন এবং জানান কোন পদ্ধতিটি আপনার কাছে বেশি ভাল লেগেছে।

তো আজকে এ পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    যে ৪ টি সময়ে মোবাইল ব্যবহার করলে হতে পারে মারাত্মক ক্ষতি | Techtunes

    স্মার্টফোন হয়ে উঠেছে এখন মানুষের চব্বিশ ঘণ্টার সঙ্গী। স্মার্টফোন ছাড়া যেন আমরা এখন একটা মুহূর্ত-ও কল্পনা করতে পারি না। সময়ে অসময়ে সারাক্ষণ আমাদের হাতে মোবাইল থাকেই। প্রয়োজন না হলেও এটি…

    App রিভিউ এর কাজ করে আয় করুন! অনলাইন ইনকাম এর একটি চমৎকার উপায় | Techtunes

    অনলাইন থেকে টাকা আয় করার কতো কতো মাধ্যম যে এখন রয়েছে তার হয়তো নির্দিষ্ট কোনো পরিসীমা নেই। কিন্তু আমরা সবগুলো আয়ের উপায় জানি না বিধায় কাজ করতে পারি না। অনেকেই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *