মোবাইল ফোন অ্যাপ্লিকেশন কীভাবে আপনার ফোনের ডাটা চুরি করে থাকে? | Techtunes


বর্তমান মোবাইল ফোনের যুগ এখন আমাদের সকলের হাতে হাতেই মোবাইল ফোন। আমাদের জীবনের পাবলিক থেকে শুরু করে গোপনীয় সকল ডাটাই আমাদের মোবাইল ফোনে থাকে। তাই বর্তমানে ডিজিটাল চুরিও বেড়ে গেছে প্রচুর। আর আমাদের মোবাইল ফোনের মূল কাঠামোয় হলো মোবাইল আ্যপ্লিকেশন। আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ছাড়া আমাদের মোবাইল ফোনের কিছুই ব্যবহার করতে পারবোনা।

আর তাই এই সুযোগকে কাজে লাগিয়ে মোবাইল আ্যপ্লিকেশনের মাধ্যমে শুরু হয়েছে এক অনেক বড় ডিজিটাল ডাটা চুরির সিস্টেম। আর এ বিষয়ে আপনাকে সতর্ক করতে ও আপনাকে এ থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়েই আমি হাজির হয়েছি এই টিউনে। আজকের এই টিউনে আমি আপনাকে জানাবো যে কীভাবে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো আপনার ফোনের ডাটা চুরি করে? ও এ থেকে রক্ষা পাওয়ার উপায় কী? তো চলুন এবার চলে যাওয়া যাক মেইন টিউনে।

কীভাবে মোবাইল এপ্লিকেশনগুলো আপনার ফোনের ডাটা চুরি করে?

মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আপনার অনুমতিতে ও আপনার অজান্তে এই দুই প্রক্রিয়ায় আপনার ফোনের ডাটা চুরি করে থাকে। যখন আপনি আপনার ফোনে কোন এপ্লিকেশন ইন্সটল দেন এবং সেটি দেওয়ার সময় পরবর্তীতে সেই অ্যাপ্লিকেশন আপনার ফোনের যেই পারমিশন গুলো নেয় তখন সেই এপ্লিকেশনগুলো আপনার ফোনের সেই ডাটা গুলো একসেপ্ট করতে পারে। বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য একটি উদাহরণ দেই:
ধরুন আপনি কোন ফটো এডিটর অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইন্সটল করেছেন। এবং তারপর সেই এপ্লিকেশন আপনার ফোন থেকে মেমোরি পারমিশন নিয়েছে। তো আপনি যখনই এই পারমিশন সেই অ্যাপ্লিকেশন কে দিবেন তখনই আপনার ফোনের মেমোরিতে যা কিছু রয়েছে যেমন: ফটো, ভিডিও, অডিও ইত্যাদি সবকিছুই সেই অ্যাপ্লিকেশন আপনার ফোনের পেয়ে যাবে।

ঠিক এভাবেই একটি অ্যাপ্লিকেশন আপনার কাছ থেকে আপনার ফোনের যেই পারমিশন গুলো নেয় সেই সকল কিছু আপনার ফোনের সেই অ্যাপ্লিকেশন গুলো পেয়ে যায়। এছাড়াও অনেক আ্যপ্লিকেশন থাকে যেগুলোর ভিতরে ভাইরাস ও ম্যাল-ওয়্যার লুকানো থাকে যেগুলো আপনার ফোনের সাধারণ ডাটা চুরি করতে পারে। এবং মোবাইল এপ্লিকেশনগুলোর আরো একটি ডাটা চুরির টেকনিক রয়েছে যেটি খুবই মারাত্মক। সেটি হল সেই এপ্লিকেশনে যদি আপনি সময় ব্যয় করেন তাহলে আপনার অ্যাক্টিভিটি যেমন আপনি কেমন জিনিস পছন্দ করেন আপনার বয়স আপনার ঠিকানা এই ধরনের ডাটা তারা খুব সহজেই চুরি করে নেয়। চলুন বিষয়টিকে বোঝার জন্য আরও একটি ছোট্ট উদাহরণ দেখে নেয়া যাক।

ধরুন আপনি কোন এমন একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন যেখানে অ্যাকাউন্ট খোলার সময় আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য দেওয়ার প্রয়োজন পড়েছে। তো এখানে সেই মোবাইল এপ্লিকেশন আপনার ব্যক্তিগত তথ্যগুলো পেয়ে গেল। এছাড়াও ধরুন আপনি সেই অ্যাপ্লিকেশনে কোন রকমের ভিডিও দেখে সময় ব্যয় করেন। তো সেই অ্যাপ্লিকেশন সেখানে আপনি কেমন ধরনের ভিডিও পছন্দ করেন সেই ডাটাটিও চুরি করতে পারে। তো এভাবে মোবাইল এপ্লিকেশনগুলো আপনার ফোনের ও আপনার ব্যক্তিগত ডাটা খুব সহজেই চুরি করে ফেলে।

এ থেকে রক্ষা পাওয়ার উপায় কী?

যদিও বর্তমানে একটি অ্যাপ্লিকেশনের ডাটা চুরি করার টেকনিক খুবই জটিল তা থেকে আমাদের রক্ষা পাপ প্রায় কঠিন একটি ব্যাপার। তারপরেও একটু সতর্কতা অবলম্বন করে মোবাইলে অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আমরা অনেকটাই এ থেকে রক্ষা পেতে পারি। তো চলুন সংক্ষিপ্ত আকারে দেখে নেওয়া যাক মোবাইল অ্যাপ্লিকেশনের ডাটা চুরি থেকে রক্ষা পাওয়ার কিছু উপায়:

এপ্লিকেশন পারমিশন যাচাই করে অনুমতি দিন

কোন এপ্লিকেশন ইনস্টল করার পর সেটি যে যে পারমিশন চায় সেই পারমিশন গুলো যাচাই করুন দেখুন সেটির প্রয়োজন আসলেই রয়েছে কিনা এবং নিশ্চিত হয়ে সেটির পারমিশন দিন। ধরুন, কোন ফটো এডিটর অ্যাপ্লিকেশন আপনার ফোনের মেমোরি পারমিশন চাচ্ছে তাহলে সেটি ঠিক আছে কারণ সেই অ্যাপ্লিকেশনের আপনার ফোনের ফটো একসেপ্ট করতে মেমোরি পারমিশনের প্রয়োজন। কিন্তু একটি ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনের মেমোরি বা লোকেশন পারমিশন চায় তাহলে নিশ্চিত সেখানে ঝামেলা রয়েছে কারণ এই অ্যাপ্লিকেশনের এই পারমিশনের কোন প্রয়োজন নেই। তো এইভাবে প্রয়োজন বিবেচনা করেই এবং নিশ্চিত হয়েই অ্যাপ্লিকেশন পারমিশন গুলো অনুমতি দিন।

বিশ্বস্ত জায়গা ছাড়া আ্যপ্লিকেশন ডাউনলোড করা থেকে বিরত থাকুন

আপনার ডিভাইস অনুযায়ী বিশ্বস্ত কোন জায়গা ছাড়া আপনার ফোনের জন্য কোন অ্যাপ্লিকেশন ইন্সটল দিবেন না। ভুল করেও কোন ক্র্যাকিং আ্যপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করবেন না এ ধরনের আ্যপ্লিকেশনে ডাটা চুরির ঝুঁকি প্রচুর থাকে। বিশ্বাস তো জায়গা যেমন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হলে গুগল প্লে স্টোর এমন জায়গা থেকেই শুধু মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করুন।

আপনার মোবাইল অ্যাপ্লিকেশনগুলো সবসময় আপডেট রাখুন

আপনার মোবাইল ফোন সব সময় আপডেট রাখুন। এটির ফলে আপনার মোবাইল ফোন বর্তমান সময়ের ভাইরাস ও ম্যাল-ওয়্যার এর সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতায় থাকবে। কারণ সময়ের সাথে টিকে থাকার জন্য মোবাইল কোম্পানি থেকে মোবাইল এপ্লিকেশনগুলোকে আপডেট করা হয়। তাই মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর ডেটা চুরির টেকনিকের সাথে টক্কর দেওয়ার জন্য আপনার মোবাইল ফোনকে সবসময় আপডেট রাখুন।

অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ ব্যবহার করুন

শুধুমাত্র মোবাইল ফোনকে আপডেট রাখলেই হবে না এর সাথে সাথে আপনাকে আপনার ফোনের ও আপনার ডাটার নিরাপত্তায় আপনার ফোনে ভালো মানের অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার অ্যাপ ব্যবহার করুন। এই অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনকে অনেকটা রক্ষা করতে সাহায্য করবে।

আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন

কোন অ্যাপ্লিকেশনে আপনার ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে যাচাই করুন সেই অ্যাপ্লিকেশনের আপনার সেই তথ্যটির প্রয়োজন রয়েছে কিনা। তারপরেই নিশ্চিত হয়ে সেই আ্যপ্লিকেশনে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করুন।

তো এই ছিল আজকের টিউনে। আশাকরি টিউনটি আপনার অনেক উপকারে আসবে। টিউনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। কথা হবে আবারো পরবর্তী কোনো টিউনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    ১১টি Amazing অ্যান্ড্রয়েড অ্যাপ যেগুলো আপনার স্মার্ট ফোনের ব্যবহার পাল্টে দিবে! | Techtunes

    আজকের এই টিউনে অ্যান্ড্রয়েড ফোনের জন্য সবচাইতে আশ্চর্য জনক কিছু অ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যেগুলো প্রতিদিন ডিভাইসে ব্যবহার করার মাধ্যমে আপনার ডিভাইসের সাধারণ অবস্থার পরিবর্তন করতে পারেন। গুগল…

    মোবাইল কি বাচ্চাদের শুধু ক্ষতি-ই করে? নাকি এর উপকারিতা আছে? জেনে নিন বিস্তারিত! | Techtunes

    বাচ্চাদের হাতে মোবাইল বা যে কোনো ডিজিটাল ডিভাইস দেখলেই আমাদের সচেতন সমাজ আতঙ্কিত হয়ে যায়। এই বুঝি বাচ্চাটি বিগড়ে গেল। তার শারিরীক ও মানসিক ক্ষতি হয়ে গেল। কিন্তু মোবাইল হাতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *