[BOT MAKING]➤ কিভাবে Chat bot বানাবেন, [ Part – 4]


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব, তা হলো:

কিভাবে নিজে Chat Bot তৈরি করবেন


১, প্রথমে Telegram অ্যাপ Open করে @LivegramBot এ যেতে হবে, এখন START এ ক্লিক করে 🤖 Add Bot এ ক্লিক করি

২, এখন @botfather এ যাই, এবং Start করি

৩, /newbot এ ক্লিক করি

৪, একটা নাম সেন্ড করে শেষে bot যুক্ত Username দেই ( যেমনঃ ST_Chat_Robot)।

৫, এখন নতুন বটের টোকেনটি কপি করি এবং @LivegramBot এ যাই

৬, টোকেনটি পেস্ট করে সেন্ড করি । বট তৈরি হয়ে গেল, এখন @ST_Chat_Robot এ যাই

৭, @ST_Chat_Robot বটটি start করি । আপনার বট প্রস্তুত

৮, এখন আমার অন্য আইডি থেকে এই @ST_Chat_Robot এ মেসেজ পাঠিয়ে চেক করি Chat bot টি কাজ করে কিনা । বটটি স্টার্ট করি

৯, ❝বট রেডি মেসেজ পেয়েছেন কি?❞ লিখে সেন্ড করলাম । এই দেখুন মেসেজ এসেছে

১০, এখন রিপ্লাই ( ডান থেকে বামে Swap করে) করে ❝হ্যাঁ, পেয়েছি❞ সেন্ড করি । এই দেখুন মেসেজ এর রিপ্লাই এসেছে

এইভাবে নিজেই চ্যাট বট বানাতে পারবেন

হয়ে গেল নিজের Chat bot
এখন আপনি বটের নাম, ছবি, বিবরণ, ইন্ট্রো, কমান্ড, সেটিংস ইত্যাদি নিজের ইচ্ছে মতো পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন ।
ধন্যবাদ

লক্ষ্য করুন
আমি ধারাবাহিকভাবে সহজ পদ্ধতিতে Telegram bot তৈরি নিয়ে পোস্ট করছি । Bot তৈরির আরও পোস্ট আমার এই ট্রিকবিডি আইডি ঘুরে দেখতে পারেন ,ধন্যবাদ ।

আশা করি, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো পোস্ট করতে পারি

জাজাকাল্লাহ খাইরান ♥

Post Creator:     Our Telegram Channel:





Source link

  • Related Posts

    Telegram Public Channel এ ফেইক রিয়েক্ট / ভিউ নিন Subgenerator bot এর মাধ্যমে ( With Working Prove)

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব,…

    [BOT MAKING] ➤ কিভাবে Auto Forward bot বানাবেন [ পার্ট – ৫]

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *