[HOT] SMS বোম্বার ওয়েবসাইট INSANE 2.0 সাথে কাস্টম এসএমএস টেলিগ্রাম বট নিয়ে নিন ।


কেমন আছেন সবাই ?

আজকের এই পোস্টে আমি আপনাদের সামনে একটি এসএমএস বোম্বার ওয়েবসাইট ও একটি কাস্টম এসএমএস বট নিয়ে হাজির হলাম।

আর একটা কথাও না বলে ডিরেক্ট পোস্টে চলে যাই!

 

প্রথমে এসএমএস বোম্বার ওয়েবসাইট…

এর আগের পোস্টে আমি Insane বোম্বার নিয়ে পোস্ট করেছিলাম, এটা তার লেটেস্ট ভার্সন ।

 

ওয়েবসাইট টি তে প্রবেশ করলে আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে !

 

 

এখানে আপনারা আপনাদের ভিক্টিমের নাম্বার আর বোম্বের আমাউন্ট দিবেন ।

 

 

তারপর সাবমিট এ ক্লিক করেন।

 

 

এরকম লেখা আসবে ।

 

বোম্বিং শেষ হলে “Bombing Done By AndTricksBD” এরকম লেখা আসবে ।

 

আপনারা চাইলে নিজের নাম্বার এ Amount 1 দিয়ে ট্রাই করে দেখতে পারেন । আর নাম্বার অবশ্যই বাংলাদেশী এবং কান্ট্রি কোড ছাড়া । মানে 01 দিয়ে শুরু করবেন ।

 

SMS Bomber Topic Ended Here 

 

এবার আসি কাস্টম এসএমএস টেলিগ্রাম বটে ।

 

প্রথমে আপনাদের

এই টেলিগ্রাম বট টি ওপেন করতে হবে । তারপর স্টার্ট করতে হবে ।

 

 

তারপর চ্যানেল এ জয়েন হতে হবে, নাহয় বট টি ইউজ করতে পারবেন না

জয়েন করে Joined লেখায় ক্লিক করবেন ।

 

 

বট টি তে কয়েন সিস্টেম করা হয়েছে । প্রতিদিন বোনাস কয়েন পাবেন । এর জন্যে Bonus button এ ক্লিক করবেন ।

 

 

২ কয়েন বোনাস পাবেন । এই দুই কয়েন দিয়ে আপনারা হাফ কাস্টম এসএমএস পাঠাতে পারবেন ।

ফুল কাস্টম এসএমএস পাঠাতে ১০ কয়েন লাগবে প্রতি মেসেজ এর জন্যে ।

 

কয়েন পাওয়ার অনেক উপায় আছে , সেটা বট স্টার্ট করলেই বুঝতে পারবেন ।

 

চলুন হালকা করে দেখিয়ে দেই কিভাবে হাফ কাস্টম এসএমএস টা ইউজ করবেন । সেম ওয়ে তে ফুল কাস্টম ও ইউজ করতে পারবেন

 

 

 

 

 

 

 

এই বটে ফুল কাস্টম এসএমএস এর একটা এপিআই আর হাফ কাস্টম এসএমএস এর জন্যে ২ টা এপিআই ইউজ করা হয়েছে । সেম ভাবে আপনারা ফুল কাস্টম এসএমএস পাঠাতে পারবেন নিজের নাম্বার হাইড রেখে ।

 

পোস্ট টা মূলত এসএমএস বোম্বার নিয়ে ছিল, বোনাস হিসেবে কাস্টম এসএমএস বট টা শেয়ার করলাম ।

 

এগুলো সব মজা করার উদ্দেশ্যে ব্যবহার করবেন, কারো কোনো ক্ষতি করলে ট্রিকবিডি বা আমি দায়ী থাকবো না ।

এসএমএস বোম্বার ওয়েবসাইট আর কাস্টম এসএমএস বট এর আপডেট, যেকোনো রকমের প্রিমিয়াম জিনিস ফ্রিতে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন

 

Join AndTricksBD

 

Thanks All !





Source link

  • Related Posts

    ১০/১৩/১৭ ডিজিট এনআইডি নম্বর থেকে ১০ অথবা ১৭ ডিজিট এনআইডি নম্বরে কনভার্ট করুন টেলিগ্রাম বট এর মাধ্যমে !

    আসসালামু আলাইকুম ! NID digits Converter BOT আবারো নতুন একটি টেলিগ্রাম বট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আজকের এই বটের মাধ্যমে আপনারা আপনাদের ১০/১৩/১৭ ডিজিট এনআইডি নম্বর থেকে ১০…

    এখন খুব সহজে ক্যানভা দিয়ে নিজের ল্যান্ডিং পেজ বানিয়ে নিন।

    আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। তো পোস্টের টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে পোস্টটি কি নিয়ে। আমরা বিজনেসের জন্য বা CPA মার্কেটিং এর জন্য অনেক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *