Premium নিয়ে নিন VPN.lat – Trickbd.com


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। VPN LAT এই এ্যাপটি আমার কাছ থেকে অনেকে চেয়েছিলেন আজ দিয়ে দিলাম।

[বিঃদ্রঃ এ্যাপ আপডেট হলে Modding System Change হয়ে যায়, তাই কেউ না বুঝে কমেন্টে গালিগালাজ করবেন না]

MT Manager (VIP)

  • প্রথমে  PlayStore থেকে এ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন এবং MT Manager দিয়ে এ্যাপটি Extract করে নিন।

  • এ্যাপটি Extract করার পর Kill Signature করে নিন। Kill Signature করার জন্য MT Manager (VIP) ব্যবহার করতে পারেন।

  • Kill Signature হয়ে গেলে এ্যাপটিতে ক্লিক করে View করুন।

  • এখানে resources.arsc ফাইলের নিচ থেকে যতগুলো ফাইল পাবেন সবগুলো ডিলিট করে দিন।

  • এখন resources.arsc ফাইলে ক্লিক করুন।

  • এরপর com.vpn.lat ফাইলে ক্লিক করুন।

  • এখানে id লিখাতে ক্লিক করুন।

  • ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করে Filter ক্লিক করে Remove লিখে সার্চ করুন।

  • উপরে একটি কোড আসবে ওটাতে চেপে ধরে Copy ID তে ক্লিক করে বাহিরে আসুন।

  • বাহিরে এসে Classes.dex এর যে কোন একটিতে ক্লিক করে Dex Editor Plus সিলেক্ট করুন।

 

  • নিচে Select all & ok করুন।

  • এখন ‍Search থেকে নিচের সেটিং গুলো দিয়ে ok করুন।

  • এখন নিচের কোডটিতে ক্লিক করুন।

  • কোডটিতে ক্লিক করার পর একদম উপরের দিকে যাবেন গিয়ে আবার একটু নিচে আসবেন নিচে দেওয়া স্ক্রিনশটের মত দেখতে পাবেনে এখন এখানে প্রিমিয়াম কোড দিয়ে দিন।

  • প্রিমিয়াম কোড দেয়ার পর একটু ব্যাকে এসে ডান পাশে উপরের দিকে থ্রিডট লাইন পাবেন ওখানে ক্লিক করে Preferences ক্লিক করুন।

  • সব গুলো অপশন ওপেন করে দিয়ে Save & Exit ক্লিক করে Install করুন।

  • প্রিমিয়াম হয়ে গিয়েছে।

App Download

[এ্যাপ মুড করার পর যদি App not Install দেখায় তাহলে PlayStore কিছুক্ষনের জন্য Disable করে নিন তার পর Install করুন। Install হয়ে গেলে আবার PlayStore টি setting এগিয়ে Enable করে দিন, তারপর ও যদি না পারেন তাহলে টেলিগ্রাম থেকে ভিডিও দেখে নিতে পারেন।]

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group





Source link

  • Related Posts

    FTP Server দিয়ে খুব সহজে এবং দ্রুত ফাইল Transfer করুন [Update]

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আজকে দেখাবো কিভাবে FTP Server দিয়ে খুব সহজে এবং…

    এস এস সি রেজাল্ট দেখুন আপনার মোবাইল ফোন থেকে

    য়াগামীকাল রোজ ১২ মে ২০২৪ সালের এস এস সি রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। যা প্রতি বারের মতন এবারো সকাল ১০ টায় শিক্ষামন্ত্রীর নিকট হস্তান্তর হবে এবং ওয়েবসাইতে বেলা ১২ টা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *