Watomatic – আপনার WhatsApp এ চালু করুন Auto Reply ফিচার | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি WhatsApp এ অটো রিপ্লাই ফিচার চালু করবেন।

আপনি যখন কোন গুরুত্বপূর্ণ মিটিং এ থাকবেন তখন স্বাভাবিকভাবেই কোন মেসেজের রিপ্লাই দেয়া আপনার পক্ষে সম্ভব হবে, আর এই সমস্যার সমাধান দেবে Watomatic নামের একটি অ্যাপ। WhatsApp Business অ্যাপে এই সুবিধাটি থাকলেও Watomatic এর মাধ্যমে ইউজাররা তাদের পারসোনাল WhatsApp অ্যাপেও এই সুবিধাটি পেতে পারে।

Watomatic কি?

Watomatic একটি ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপ যা আপনার অবর্তমানে WhatsApp এ স্বয়ংক্রিয় মেসেজ রিপ্লাই দেবে। ওপেন সোর্স এই অ্যাপটি অটোমেটিক ভাবে ইনকামিং মেসেজ গুলো ডিটেক্ট করবে এবং আপনার আগে নির্ধারণ করা মেসেজ গুলো সেন্ট করবে। এই অ্যাপটি শুধু মাত্র ডাইরেক্ট মেসেজের ক্ষেত্রেই নয় গ্রুপ কনভারসেশনেও কাজ করে।

দারুণ এবং এড-ফ্রি এই অ্যাপটি আপনার ফোনের নোটিফিকেশন এক্সেস পেয়ে গেলেই সমস্ত কাজ করতে পারবে। ইউজাররা প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। বলে রাখা ভাল, এখনো অ্যাপটি Beta ভার্সনে রয়েছে তাই কিছু বাগ থাকতে পারে। আশা করা যায় স্ট্যাবল রিলিজে এই সমস্ত সমস্যা থাকবে না।

Watomatic

প্লেস্টোর ডাউনলোড লিংক @ Watomatic

কিভাবে ব্যবহার করবেন Watomatic?

চলুন দেখে নেয়া যাক কিভাবে Watomatic অ্যাপটি ব্যবহার করবেন,

ধাপ ১

প্রথমে প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। অ্যাপটি ওপেন করে Auto Reply, অন করে দিন।

ধাপ ২

এবার আপনার ফোন থেকে অ্যাপটিকে নোটিফিকেশন এক্সেস দিয়ে দিন।

ধাপ ৩

এবার আপনি অ্যাপটির মুল ইন্টারফেস দেখতে পাবেন। অটো রিপ্লাই হিসেবে কি মেসেজ দিতে চান সেটা ঠিক করুন এবং সেভ করুন। সেট করা হয়ে গেলে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান হবে এবং নতুন মেসেজ পাওয়ার সাথে সাথে অটো রিপ্লাই সেন্ট করবে।

আপনি খুব সহজেই এই অ্যাপটির মাধ্যমে অটো-রিপ্লাই সেট করতে পারবেন, যা আপনার অবর্তমানে আপনার মেসেজ নির্দিষ্ট ব্যক্তিদের পাঠিয়ে দেবে। তাছাড়া আপনি চাইলে যেকোনো সময় মুল ইন্টারফেস থেকে Auto Reply ডিজেবলও করে দিতে পারেন।

শেষ কথাঃ

সকল ক্ষেত্রে প্রতিটি মেসেজের রিপ্লাই দেয়া কখনো কখনো আমাদের পক্ষে সম্ভব হয় না, Watomatic আপনাকে এই সমস্যার কিছুটা হলেও সমাধান দিতে পারবে। অ্যাপটি ওপেন করবেন আর সহজেই আপনার মেসেজটি সেট করা দেবেন।

তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    যে ৪ টি সময়ে মোবাইল ব্যবহার করলে হতে পারে মারাত্মক ক্ষতি | Techtunes

    স্মার্টফোন হয়ে উঠেছে এখন মানুষের চব্বিশ ঘণ্টার সঙ্গী। স্মার্টফোন ছাড়া যেন আমরা এখন একটা মুহূর্ত-ও কল্পনা করতে পারি না। সময়ে অসময়ে সারাক্ষণ আমাদের হাতে মোবাইল থাকেই। প্রয়োজন না হলেও এটি…

    App রিভিউ এর কাজ করে আয় করুন! অনলাইন ইনকাম এর একটি চমৎকার উপায় | Techtunes

    অনলাইন থেকে টাকা আয় করার কতো কতো মাধ্যম যে এখন রয়েছে তার হয়তো নির্দিষ্ট কোনো পরিসীমা নেই। কিন্তু আমরা সবগুলো আয়ের উপায় জানি না বিধায় কাজ করতে পারি না। অনেকেই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *