অপ্রয়োজনীয় পুরোনো জিনিস অনলাইনে বিক্রি করুন সবথেকে সহজ উপায়ে! | Techtunes


অনেক দিন ব্যবহার করার পরেও কিছু কিছু জিনিস ব্যবহার উপযোগী থাকে। কিন্তু ঐ জিনিসটা আমাদের আর প্রয়োজন হয় না। আর সেই পুরোনো জিনিসটি বিক্রি না করতে পারলে বেকার পড়ে থাকে স্টোর রুমে। কিন্তু আপনি চাইলেই অপ্রয়োজনীয় যে কোনো জিনিস অনলাইনে বিক্রি করতে পারেন। যে জিনিসটা আপনার প্রয়োজন নেই সেই জিনিসটাই হয়তো অনেকের কাছে খুবই ব্যবহার উপযোগী।

বাসার পুরাতন ফার্নিচার, ইলেকট্রনিকস জিনিসপত্র, মোবাইল, ল্যাপটপ এমনকি পুরোনো পোশাকটিও চাইলে অনলাইনে বিক্রি করতে পারবেন। শুনলে অবাক হবেন যে এমন একটি ই-কমার্স সাইট রয়েছে যেখানে লোকজন পুরোনো জিনিস কেনার জন্য ওত পেতে বসে থাকে। আপনি বিজ্ঞাপণ দেয়ার সাথে সাথেই হয়তো জিনিসটি বিক্রি হয়ে যেতে পারে। কীভাবে আপনার অপ্রয়োজনীয় জিনিসটা অনলাইনে বিক্রি করতে পারবেন তার পুরো টিউটোরিয়াল তুলে ধরা হলো।

পুরোনো জিনিসপত্র কোথায় বিক্রি করবেন?

বিক্রয় ডট কম

প্রথমেই প্রশ্ন হতে পারে যে পুরোনো জিনিসপত্র কোথায় বিক্রি করবেন? যে কোনো সাইটে বিজ্ঞাপণ দিলেই তো আর পণ্য বিক্রি করতে পারবেন না। বাংলাদেশে পুরাতন জিনিসপত্র ক্রয় বিক্রয়ের সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট হলো ‘বিক্রয় ডট কম’। এই সাইটে খুব সহজেই যে কোনো পুরাতন এবং নতুন পণ্য ক্রয়বিক্রয় করা সম্ভব। এখানে নিয়মিত ক্রেতারা নজরদারি রাখে যে কখন তার জন্য প্রয়োজনীয় পণ্যটি কেউ বিক্রির জন্য বিজ্ঞাপণ দিবে।

তাই আপনি একটি ফ্রি বিজ্ঞাপণ দিয়ে আপনার অপ্রয়োজনীয় জিনিসটি বিক্রয় ডট কমে বেচে দিতে পারবেন৷ মাঝে মাঝে এমনও হয় যে কয়েক মিনিটের মধ্যেই একটি পণ্য বিক্রয় হয়ে যায়। সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে কিংবা App ডাউনলোড করে বিক্রয় ডট কমে বিজ্ঞাপণ দিতে পারবেন। তবে App ডাউনলোড করে নিলে আপনার কাজ তুলনামূলক সহজ হবে।

তাই আজকের টিউটোরিয়ালে App এর মাধ্যমে বিক্রয় ডট কমে পণ্য বিক্রি করার উপায় সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো।

বিক্রয় ডট কম

অফিসিয়াল ওয়েবসাইট @ বিক্রয় ডট কম

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার নিয়ম

কীভাবে বিক্রয় ডট কম এ পুরাতন জিনিসপত্র বিক্রয় করার জন্য একটি বিজ্ঞাপণ দিতে পারবেন তা দেখে নিন।

১. প্রথমে মোবাইল এর ইন্টারনেট সংযোগ ঠিকঠাক আছে কিনা চেক করে নিন। এরপর প্লেস্টোরে চলে যেতে হবে। প্লেস্টোর থেকে বিক্রয় ডট কমে এর App টি ডাউনলোড করতে হবে।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

২. প্লেস্টোর এর সার্চ অপশনে গিয়ে ‘Bikroy Dot Com’ লিখে সার্চ দিতে হবে।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

৩. সার্চ করার পরে স্ক্রিনশটে চিহ্নিত App টি দেখতে পারবেন। সেখান থেকে Download অপশনে ক্লিক করে App টি ডাউনলোড করে নিন।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

৪. এবার মোবাইল এর হোম পেইজে চলে গেলে App টি দেখতে পাবেন। App এর ওপর ক্লিক করে App এর ভেতরে প্রবেশ করুন।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

৫. App এ প্রবেশ করে স্ক্রিনশটে চিহ্নিত প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

৬. প্রোফাইল অপশনে ক্লিক করলে App এ লগইন করার জন্য কয়েকটি অপশন পাবেন। চাইলে আপনার মোবাইল নম্বর দিয়ে একটি একাউন্ট তৈরি করে নিতে পারবেন। আবার চাইলে জিমেইল বা ফেসবুক একাউন্ট ব্যবহার করেও লগ-ইন করতে পারবেন। আমি আমার ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করবো। তাই “ফেসবুক দিয়ে লগ-ইন করুন” নামক অপশনে ক্লিক করে নিলাম।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

৭. এখন আপনার ফেসবুক এর নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে নিতে হবে। আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে নিচ্ছি।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

৮. লগ-ইন করা হয়ে গেলে আবার App এর হোম পেইজে চলে আসবেন। এখানে নিচের দিকে যোগ চিহ্নের মতো যে আইকনটি আছে তার ওপরে ক্লিক করুন। মূলত এখান থেকেই আপনার বিজ্ঞাপণ তৈরির মূল প্রসেস শুরু হতে যাচ্ছে।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

৯. এ পর্যায়ে আপনার সামনে একটি নতুন পেইজ ওপেন হবে। আপনি কোন ক্যাটাগরির পণ্য বিক্রি করতে চাচ্ছেন তা এখান থেকে বাছাই করে নিতে হবে। আমি একটি পুরাতন ফার্নিচার বিক্রি করবো তাই ‘হোম এবং লিভিং’ নামক অপশনটি বাছাই করে নিচ্ছি। আপনি যে ক্যাটাগরির পণ্য বিক্রি করতে চান সেই অনুযায়ী সিলেক্ট করে নিবেন।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

১০. এই পর্যায়ে আপনাকে আবার সিলেক্ট করতে হবে যে আপনি ‘হোম এন্ড লিভিং’ ক্যাটাগরির মধ্যে কোন ধরনের ফার্নিচার বা জিনিসপত্র বিক্রি করতে চাচ্ছেন৷ আমি এখান থেকে ‘লিভিং রুমের আসবাবপত্র’ নামক অপশনটি বাছাই করছি। আপনি আপনার পণ্য অনুযায়ী শ্রেনি নির্বাচন করে নিবেন।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

১১. এখন আপনার লোকেশন সিলেক্ট করে নিতে হবে৷ লোকেশন সিলেক্ট করা হয়ে গেলে ‘পরবর্তী’ লেখা অপশনে ক্লিক করতে হবে।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

১২. তারপর আপনাকে উল্লেখ করতে হবে যে আপনার পণ্যটি ব্যবহৃত নাকি অব্যবহৃত। যেহেতু আপনি পুরাতন পণ্য বিক্রি করবেন তাই আপনি ‘ব্যবহৃত’ অপশনটি সিলেক্ট করে নিবেন। আর যদি নতুন কোনো পণ্য বিক্রি করতে চান তাহলে আপনাকে ‘অব্যবহৃত’ অপশনটি সিলেক্ট করতে হবে।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার নিয়ম

১৩. এরপর আপনি কোন ধরনের ফার্নিচার বিক্রি করতে চান তা বাছাই করতে হবে। আমি ‘বুক কেস ও সেলফ অপশন’ নামক অপশনটি ক্লিক করে নিচ্ছি।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার নিয়ম

১৪. এরপর উল্লেখ করতে হবে যে আপনার ফার্নিচারটি কোন ব্রান্ডের। যেহেতু আমার রিডিং টেবিলটি অটোবি ব্রান্ডের তাই আমি তলিকা থেকে ‘অটোবি’ সিলেক্ট করে নিচ্ছি। আর আপনার পণ্যটির নির্দিষ্ট কোনো ব্রান্ডের না হলে ‘নো-ব্রান্ড’ নামক অপশন সিলেক্ট করতে পারবেন। তালিকার একদম শেষের দিকে এই অপশনটি পেয়ে যাবেন।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার নিয়ম

১৫. এরপর আপনার বিজ্ঞাপণের শিরোনাম লিখবেন। এক্ষেত্রে আপনি কি বিক্রি করছেন তার নাম সরাসরি লিখলেই ভালো হবে। এতে করে ক্রেতা আপনার পণ্যটি সম্পর্কে খুব সহজেই বুঝতে পারবে। আমি শিরোনামে ‘রিডিং টেবিল’ লিখে দিচ্ছি। তারপর ‘পরবর্তী’ অপশনে ক্লিক করতে হবে।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার নিয়ম

১৬. এ পর্যায়ে আপনি আপনার পণ্যের যাবতীয় বিবরণ লেখার জন্য একটি বক্স পাবেন। এখানে আপনার পণ্য সম্পর্কে খুটিনাটি যতো তথ্য আছে তা লিখবেন। অর্থাৎ পণ্যটি কতোদিন ব্যবহার করেছেন, বর্তমানে কি অবস্থায় আছে, কেন বিক্রি করছেন ইত্যাদি। বিবরণে যতো বেশি তথ্য লিখবেন ততোই ক্রেতা আকৃষ্ট হওয়ার চান্স বেশি থাকবে। আমি উদাহরণ হিসেবে মাত্র একটি লাইন লিখে দেখাচ্ছি।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার নিয়ম

১৭. এরপর কতো টাকায় পণ্যটি বিক্রি করতে চাচ্ছেন তা উল্লেখ করবেন। আপনি যদি চান আলোচনার মাধ্যমে কিছু টাকা পরে কমিয়ে রাখবেন তাহলে ‘আলোচনা সাপেক্ষে’ নামক অপশনটি চালু করে দিতে পারেন। এই একটি কারনে ক্রেতা আকৃষ্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর যদি চান ফিক্সড দামেই বিক্রি করবেন তাহলে অপশনটি চালু করার প্রয়োজন নেই। অতঃপর ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার নিয়ম

১৮. এ পর্যায়ে আপনাকে পণ্যের ছবি যোগ করতে হবে। সরাসরি ক্যামেরা ওপন করে ছবি তুলে নিতে পারবেন। অথবা গ্যালারি থেকে ছবি যোগ করতে পারবেন। আপনি সর্বোচ্চ ৫ টি ছবি যোগ করতে পারবেন।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার নিয়ম

১৯. এরপর ‘বিজ্ঞাপণ দিন’ অপশনে ক্লিক করলেই আপনার বিজ্ঞাপনটি পাবলিশ হয়ে যাবে।

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার নিয়ম

আশাকরি এবার আপনি নিজে খুব সহজেই বিক্রয় ডট কম এ একটি বিজ্ঞাপণ দিতে পারবেন। এবং একদম সহজ উপায়ে পুরাতন জিনিসপত্র বিক্রি করে দিতে পারবেন।

ক্রেতার সাথে কীভাবে যোগাযোগ করবেন?

বিক্রয় ডট কম এ বিজ্ঞাপণ দেয়ার টিউটোরিয়াল

বিজ্ঞাপণ তো দিলেন। এখন প্রশ্ন হতে পারে যে ক্রেতার সাথে কীভাবে যোগাযোগ করবেন। মূলত আপনার বিজ্ঞাপণ দেখে পছন্দ হলে ক্রেতা নিজেই আপনাকে সরাসরি কল করবে। আপনার বিক্রয় ডটকম একাউন্টে যে মোবাইল নম্বরটি দেয়া থাকবে ঐ নম্বর বিজ্ঞাপণের সাথে প্রদর্শিত হবে। তাই ক্রেতা সরাসরি ফোন করতে পারবে।

অথবা ক্রেতা আপনার বিক্রয় ডট কম এর Message Box এ Message করতে পারবে। আপনি Message চেক করে কথোপকথন চালিয়ে যেতে পারবেন৷ এরপর ক্রেতার সাথে ডিল ফাইনাল করে পণ্যটি বিক্রয় করে দিতে পারবেন। বেশিরভাগ সময়ই ক্রেতা আপনার লোকেশনে এসে পণ্য নিয়ে যাবে। নয়তো ক্রেতার সাথে বোঝাপড়া করে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য পাঠিয়ে দিতে পারেন।

মনে রাখবেন আর্থিক লেনদেন এর ক্ষেত্রে বিক্রয় ডট কম কোনো প্রকার দায়ভার বহন করে না। আপনার পণ্য বিক্রয়ের মূল্য আপনি কোন উপায়ে আদায় করবেন এটা পুরোপুরি আপনার বিষয়৷ তাই আর্থিক লেনদেন এর বিষয়ে পুরোপুরি সচেতন থাকবেন।

শেষকথা

আশাকরি আজকের টিউটোরিয়ালটি সকলেরই কাজে লাগবে। কেননা আমাদের প্রত্যেকের বাড়িতে, অফিসে বা প্রতিষ্ঠানে অনেক জিনিস রয়েছে যা এমনিই পড়ে আছে। আপনার অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহার উপযোগী পণ্যটি চাইলেই আপনি বিক্রয় ডট কম এ বিক্রি করে দিতে পারবেন৷ এজন্য পুরো টিউটোরিয়ালটি হুবহু অনুসরণ করার অনুরোধ রইলো। ধন্যবাদ।



Source link

  • Related Posts

    যে ৪ টি সময়ে মোবাইল ব্যবহার করলে হতে পারে মারাত্মক ক্ষতি | Techtunes

    স্মার্টফোন হয়ে উঠেছে এখন মানুষের চব্বিশ ঘণ্টার সঙ্গী। স্মার্টফোন ছাড়া যেন আমরা এখন একটা মুহূর্ত-ও কল্পনা করতে পারি না। সময়ে অসময়ে সারাক্ষণ আমাদের হাতে মোবাইল থাকেই। প্রয়োজন না হলেও এটি…

    App রিভিউ এর কাজ করে আয় করুন! অনলাইন ইনকাম এর একটি চমৎকার উপায় | Techtunes

    অনলাইন থেকে টাকা আয় করার কতো কতো মাধ্যম যে এখন রয়েছে তার হয়তো নির্দিষ্ট কোনো পরিসীমা নেই। কিন্তু আমরা সবগুলো আয়ের উপায় জানি না বিধায় কাজ করতে পারি না। অনেকেই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *