PySketch – Python শেখার এবং চর্চা করার দারুণ ওয়েব অ্যাপ | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

PySketch কী?

কোডিং শেখা এবং চর্চা করার অভিজ্ঞতাকে চমৎকার করে তুলতে ইউনিক এবং ওয়েববেসড একটি Python Editor হচ্ছে PySketch। Python প্রোগ্রামিং এ যেকোনো লেভেলে থাকা ইউজাররা এখানে পাবেন বিভিন্ন ফিচার এবং টুল যা দিয়ে সহজে তৈরি করে ফেলতে পারবে ফান প্রজেক্ট, গেম, গ্রাফিক্স ইত্যাদি। এখানে একই সাথে রয়েছে HTML5, এবং JavaScript লাইব্রেরী এক্সেস যা দিয়ে যেকোনো তৈরি করে ফেলা যাবে।

PySketch এর দারুণ একটি ফিচার হচ্ছে এর সোশ্যাল কোডিং এক্সপেরিয়েন্স। এর মাধ্যমে আপনি অন্য ডেভেলপারদের কানেক্ট করে তাদের সাথে কোডিং এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবেন, প্রজেক্ট শেয়ার করতে পারবেন এবং কোলাব হয়ে কাজ করতে পারবেন। এই ফিচারটি সৃজনশীলতা এবং উদ্ভাবনকে তরান্বিত করবে। PySketch ওয়েবসাইটে আপনি অন্যের তৈরি অ্যাপ এবং প্রজেক্ট দেখতে পারবেন এবং চাইলে ক্লোনও করতে পারবেন এবং নতুনত্বও যোগ করতে পারবেন।

PySketch এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা যেকোনো ডিভাইস দিয়ে ব্যবহার করা যাবে। যেকোনো জায়গায় বসে যেন কোডিং করা যায় সেই উদ্দেশ্যে সবার এক্সেসযোগ্য করা হয়েছে এটিকে। যেকোনো ডিভাইসের ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনি সব কিছুর এক্সেস পেয়ে যাবেন। চলার মধ্যেই আপনি আউটপুট ভিজুয়ালাইজ করতে পারবেন এবং কোডে যেকোনো পরিবর্তন আনতে পারবেন।

PySketch

অফিসিয়াল ওয়েবসাইট @ PySketch

কীভাবে PySketch ব্যবহার করবেন?

PySketch, ব্যবহার করতে হলে প্রথমে PySketch ওয়েবসাইটে একটি একাউন্ট খুলে নিতে হবে। সাইন ইন করে আপনি মূল ইন্টারফেস পেয়ে যাবেন। প্রজেক্ট ক্রিয়েট করে এর নাম, ডেসক্রিপশন এবং ভিজিবিলিটি সেট করুন। প্রজেক্ট আপনি প্রাইভেট এবং পাবলিক উভয় রাখতে পারেন।

প্রজেক্ট ক্রিয়েট করার পর আপনি কোড এডিটর পেয়ে যাবেন। আগে থেকে কিছু কোড এখানে থাকতে পারে, এটা সমস্যা না আপনি এগুলো ডিলিট করে কাজ শুরু করতে পারেন।

PySketch ওয়েবসাইটে আপনি সঠিকভাবে কোডিং এর জন্য পেয়ে যাবেন ডকুমেন্টেশন পেজ। এই পেজটি থেকে প্রয়োজনীয় বিষয়াবলী সম্পর্কে আপনি জানতে পারবেন।

এডিটরে কিছু লিখে সেটার আউটপুট টেস্ট করতে নিচের Run বাটনে ক্লিক করুন। ডান পাশে আপনার আউটপুট দেখতে পাবেন।

যেকোনো প্রজেক্ট কমপ্লিট হবার পর সেটা পাবলিক করে সেভ করে পরবর্তী প্রজেক্টের কাজ করতে পারেন। আগেই বলেছি PySketch এ আছে শেয়ার অপশন, যার মাধ্যমে আপনি ফ্রেন্ড, ফ্যামিলি এবং কলিগদের সাথে প্রজেক্ট শেয়ার করতে পারবেন। তাছাড়া চাইলে আপনি আপনার ব্লগে ওয়েব অ্যাপ এমবেডও করে দিতে পারবেন যেন অডিয়েন্সরা এটি ব্যবহার করতে পারে।

শেষ কথা

বলতে গেলে Python Editor হিসেবে PySketch কে ওভারঅল আমার কাছে চমৎকার লেগেছে। এর মাধ্যমে যেকেউ Python শিখতে পারবে, চর্চা করতে পারবেন এমনকি নিজের স্কিল অন্যকে দেখাতেও পারবে।

এটি প্রোগ্রামিং নিয়ে আগ্রহী বিদ্যালয় গামী শিক্ষার্থীদের জন্য চমৎকার হতে পারে। তারা PySketch ব্যবহার করে সহজেই ব্রাউজার বেসড গেম এবং অ্যাপ তৈরি করার সুযোগ পাবে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    যে ৪ টি সময়ে মোবাইল ব্যবহার করলে হতে পারে মারাত্মক ক্ষতি | Techtunes

    স্মার্টফোন হয়ে উঠেছে এখন মানুষের চব্বিশ ঘণ্টার সঙ্গী। স্মার্টফোন ছাড়া যেন আমরা এখন একটা মুহূর্ত-ও কল্পনা করতে পারি না। সময়ে অসময়ে সারাক্ষণ আমাদের হাতে মোবাইল থাকেই। প্রয়োজন না হলেও এটি…

    App রিভিউ এর কাজ করে আয় করুন! অনলাইন ইনকাম এর একটি চমৎকার উপায় | Techtunes

    অনলাইন থেকে টাকা আয় করার কতো কতো মাধ্যম যে এখন রয়েছে তার হয়তো নির্দিষ্ট কোনো পরিসীমা নেই। কিন্তু আমরা সবগুলো আয়ের উপায় জানি না বিধায় কাজ করতে পারি না। অনেকেই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *