GPT-4 এর যে বিষয় গুলো জানা উচিৎ | Techtunes


আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

GPT কী?

GPT এর পূর্ণরূপ Generative Pre-trained Transformer। এটি একটি নিউরাল নেটওয়ার্ক মেশিন লার্নিং মডেল যাকে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে ট্রেইন করা হয় এবং যেকোনো ধরনের টেক্সট জেনারেট করতে পারে। এটি বিভিন্ন LLM (large language model) কে ট্রেইন করতে ব্যবহৃত হয় যেগুলো মানুষের নির্দেশনায় প্রায় মানুষের মত রেসপন্স করতে পারে।

এই মডেল, ওয়ার্ডকে পর্যায়ক্রমিক ভাবে ট্র‍্যাক করে ফলে এটি ভাষার কনট্যাক্স এবং অর্থ বুঝতে পারে। GPT মডেল মূলত টেক্সট জেনারেট করতেই তৈরি করা হয়েছে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বুঝতে চেষ্টা করে মানুষ কি চাচ্ছে এবং প্রতিত্তোরে সামঞ্জস্যপূর্ণ টেক্সট জেনারেট করে।

এটি তার ন্যাচারাল কনভারসেশন ক্ষমতা, প্রাসঙ্গিক তথ্য এবং মানুষের মত রেসপন্সের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগতে ঝড় তুলেছে। এটি যেকোনো লেখনী সামারাইজ করতে পারে, কয়েক সেকেন্ডে ইনসাইট দিতে পারে এমনকি কোডিংও করতে পারে।

সংক্ষেপে GPT-3

GPT-3 হল একটি অটোরিগ্রেসিভ ল্যাঙ্গুয়েজ মডেল যাকে পরবর্তী টোকেন কী হবে সেটা আন্দাজ করে ট্রেইন করা হয়। এই মডেলকে প্রাথমিক ভাবে Prompt দিতে হয় এবং এটার উপর ভিত্তি করে প্রতিনিয়ত টেক্সট জেনারেট করতে থাকে।

এই মডেলে Reinforcement Learning with Human Feedback (RLHF) ব্যবহার করা হয় যাতে মানুষের মত করে রেসপন্স করা যায়। GPT-3 একটি ১৭৫ বিলিয়ন প্যারামিটারের ল্যাংগুয়েজ মডেল। যা দিয়ে বিভিন্ন টাস্ক ফুলফিল করতে পারে যেমন,

  • টেক্সট সামারাইজেশন
  • কন্টেন্ট ক্রিয়েশন creation
  • কোড জেনারেশন
  • কমিক, কবিতা রাইটিং
  • অ্যাপ তৈরি

ChatGPT-4 কী?

মাইক্রোসফটের জার্মানির CTO, Andreas Braun গত মার্চ মাসে যখন GPT-4 নিয়ে ঘোষণা দেন তখন এটি নিয়ে বিশ্বব্যাপী বেশ জল্পনা কল্পনা শুরু হয়। তিনি জানান, “আমরা আগামী সপ্তাহে GPT-4 প্রবর্তন করব, সেখানে আমাদের মাল্টিমোডাল মডেল থাকবে যা সম্পূর্ণ ভিন্ন সম্ভাবনার অফার করবে”।

তখন OpenAI থেকে কোন পরিষ্কার ঘোষণা না আসলেও পরবর্তীতে কিছু তথ্য জানা যায়। বলা হয় GPT-4 হচ্ছে OpenAI এর সবচেয়ে এডভান্সড প্রযুক্তি যা আরও নিরাপদ এবং দরকারি রেসপন্স দিতে পারবে।

OpenAI এর প্রেসিডেন্ট এবং সহপ্রতিষ্ঠাতা Greg Brockman, GPT-4 Developer Livestream এ জানান, OpenAI যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে GPT-4 নিয়ে কাজ করা হচ্ছে। গত দুই বছর ধরে নতুন এই প্রযুক্তিটি নিখুঁত করার কাজ চলছে। তিনি আরও জানান, তাদের পুরো প্রশিক্ষণ স্ট্যাকটি পুনর্নির্মাণ করতে হয়েছিল এবং এটি কী কাজ করতে সক্ষম তা দেখতে মডেলটিকে প্রশিক্ষণ দিতে হয়েছিল।

ChatGPT-4 একটি মাল্টিমোডাল মডেল যার অর্থ এটি একুরেট হাই পারফর্মিং আউটপুট দিতে মাল্টিপল ইন্টেলিজেন্স প্রসেসিং এলগোরিদমের সাথে বিভিন্ন ডাটা টাইপ যেমন, ইমেজ, টেক্সট, স্পিচ, এবং নিউমেরিক্যাল ডাটা ব্যবহার করবে। ফলে একে লিমিটেডের ল্যাংগুয়েজ মডেল বলা যাবে না।

ChatGPT-4 কী কী করতে পারে

ChatGPT-4 এর বাম পাশে থাকবে একটি System সেকশন। এই সেকশনে আপনি জানাবেন আপনি কি চান, আপনার Specific ও Requirement কী। এর মাধ্যমে ChatGPT-4 বুঝতে পারবে আপনি আসলে কী চান।

বিদ্যমান কন্টেন্ট

আপনার কাছে কোন কন্টেন্ট, আর্টিকেল, টেক্সট থাকলে এটিকে কী কী করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব এখন। চলুন দেখে নেয়া যাক বিদ্যমান কন্টেন্ট এ কী কী করা যায়,

সামারাইজ করা

GPT-4 আরও ভাল ভাবে আর্টিকেল সামারাইজ করতে পারে। Greg Brockman, GPT-4 এর দক্ষতা দেখাতে গিয়ে দেখিয়েছেন এটি কীভাবে ChatGPT-3.5 এর চেয়ে ভাল কাজ করে। তিনি একটি আর্টিকেল কপি করেছেন এবং বলেছেন এটি সামারাইজ করতে এবং সামারির প্রতিটি ওয়ার্ড যেন G দিয়ে শুরু হয়, ChatGPT-3.5 এটি করতে ব্যর্থ হয়। অন্যদিকে GPT-4 এটি সফল ভাবে করে দেখিয়েছে। GPT-4 ইউজারের রিকুয়ারমেন্ট অনুযায়ী স্পেসিফিক আউটপুট দিতে পারে।

আইডিয়া একত্রিত করা

আপনি GPT-4 ব্যবহার করে একই সাথে আইডিয়া একত্রিত করতে পারবেন। দুটি আর্টিকেল কপি পেস্ট করে আপনি ChatGPT-4 কে বলতে পারবেন, Find commom theme between these Two articles।

আপনি যা চান একদম তা না আসলেও এখানে প্রয়োজনীয় ইনসাইট আপনি পাবেন। আপনি রেসপন্স উন্নত করতে এখানে ফিডব্যাকও দিতে পারবেন।

GPT-4 দিয়ে নতুন কিছু তৈরি করা

আপনি চাইলে GPT-4 দিয়ে নতুন কিছু তৈরি করতে পারবেন, এজন্য আপনাকে সঠিকভাবে Prompt দিতে হবে। আপনার Prompt টি একটু ডিটেইলে লিখে একদম যা চাচ্ছেন সেটা পাওয়া সম্ভব।

আপনি System সেকশনে যে Role সেট করে দেবেন সেই অনুযায়ী কাজ করবে। যেমন আপনি কোড বিল্ড করতে চাইলে, AI programming assistant সিলেক্ট করতে পারেন।

আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন কোন কোড ব্লকে Error আছে কিনা। এটি আপনাকে Error মেসেজ দেবে এবং সঠিক কোড প্রদান করবে এবং এটি ফাইনালি কোডকে সঠিক ভাবে কাজ করতে সাহায্য করবে।

গাণিতিক গণনা

আপনি যদি জটিল গাণিতিক সমস্যা নিয়ে ঝামেলায় থাকেন, হতে পারে ট্যাক্স রিলেটেড কোন ম্যাথ বা অন্য কিছু তাহলে ChatGPT-4 এর সাহায্য নিতে পারেন। ChatGPT-4 সমাধান করে দিতে পারবে জটিল সব ম্যাথ। ধরুন আপনি ট্যাক্স এর গণনা করতে চান কোন সমস্যা নেই, সাহায্য নিন TaxGPT এর।

আপনার সমস্যা সুন্দর ভাবে উপস্থাপন করুন এটি সমাধান করে দেবে।

ভিজ্যুয়াল

GPT-4 এর ইমেজ ফিচার এখনো পাবলিকলি এভেইলেবল করা হয় নি কিন্তু এই সুবিধাও আছে। আপনি একটি ইমেজ ইনপুট হিসেবে দিয়ে এটি সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। যদিও এই ধরনের কাজে এটি কিছুটা সময় নেয় তবে খুব দ্রুত এটিকে আরও ফাস্ট করা হবে।

হ্যান্ডরাইটিং

আপনি হাতে লেখা কোন ছবি ChatGPT তে দিলে এটা তা পড়তে পারবে এবং Txt এ কনভার্ট করতে পারবে।

September 2021 এর পরের কন্টেন্ট ব্যবহার করুন

আমরা জানি ChatGPT তে September 2021 এর পরের কোন তথ্য নেই। তবুও আপনি চাইলে এর পরবর্তী সময়ের কোন আর্টিকেল Prompt হিসেবে ব্যবহার করতে পারেন। এতে করে এটি সঠিক আউটপুট প্রদান করতে ব্যবহৃত হতে পারে।

Evals দিয়ে ফিড ব্যাক দিন

আপনি যদি ChatGPT তে ফিডব্যাক বা মতামত দিয়ে এখানে কন্ট্রিবিউট করতে চান তাহলে সেটা Evals এর মাধ্যমে দিতে পারেন। Evals একটি ফার্মওয়ার্ক ও ওপেনসোর্স Registry বেঞ্চমার্ক যা OpenAI মডেল মূল্যায়ন করতে ব্যবহৃত হয়।

Evals এর মাধ্যমে আপনি Evaluation তৈরি এবং রান করতে পারবেন,

  • এটি Prompt তৈরি করতে ডেটাসেট ব্যবহার করবে
  • এটি OpenAI মডেল দ্বারা কমপ্লিয়েশনের গুণমান পরিমাপ করতে বিভিন্ন ডেটাসেট এবং মডেল জুড়ে পারফরম্যান্স তুলনা করবে।
  • এটি মডেলের সক্ষমতা মূল্যায়ন ও পরীক্ষা করতে সাহায্য করবে এবং যা OpenAI কে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে।

শেষ কথা

ChatGPT-3.5 এর থেকে ChatGPT-4 এ আমরা অনেক বেশি অগ্রগতি এবং এডভান্সড টেকনোলজি দেখতে চলেছি। ইউজাররা এটি ব্যবহার করে এখন কী কী করতে পারে এটাই দেখার বিষয়।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।



Source link

  • Related Posts

    যে ৪ টি সময়ে মোবাইল ব্যবহার করলে হতে পারে মারাত্মক ক্ষতি | Techtunes

    স্মার্টফোন হয়ে উঠেছে এখন মানুষের চব্বিশ ঘণ্টার সঙ্গী। স্মার্টফোন ছাড়া যেন আমরা এখন একটা মুহূর্ত-ও কল্পনা করতে পারি না। সময়ে অসময়ে সারাক্ষণ আমাদের হাতে মোবাইল থাকেই। প্রয়োজন না হলেও এটি…

    App রিভিউ এর কাজ করে আয় করুন! অনলাইন ইনকাম এর একটি চমৎকার উপায় | Techtunes

    অনলাইন থেকে টাকা আয় করার কতো কতো মাধ্যম যে এখন রয়েছে তার হয়তো নির্দিষ্ট কোনো পরিসীমা নেই। কিন্তু আমরা সবগুলো আয়ের উপায় জানি না বিধায় কাজ করতে পারি না। অনেকেই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *